১৩ দিনে প্রবাসী আয় প্রায় ৯৩ কোটি ডলার

চলতি মাসের (জানুয়ারি) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৯২ কো‌টি ৮৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৭ কোটি ১৩ লাখ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ মার্কিন ডলার।

এর আগে, গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।

Share this news on: