আজ চকলেট ডে

গোলাপ উপহার ও প্রেম নিবেদনের পর এবার এলো চকলেট ডে। অনেক দেশেই চকলেট ডে গুরুত্বপূর্ণ একটি দিন। ভিক্টোরিয়ান যুগ থেকেই পুরুষ এবং মহিলা একে অপরকে যে উপহার দিয়ে আসছে তার একট বড় অংশ হচ্ছে চকলেট। জানা যায়, সেই যুগে রিচার্ড ক্যাডবেরি নামক একজন বিক্রেতা ভ্যালেন্টাইন ডে আসার আগে চকলেট বিক্রি করতেন। তার সেই চকলেটগুলো ভরা থাকত একটি হার্ট-শেপড বক্সে। আর এরপর থেকেই নাকি চকোলেট উপহার দেওয়া একটি রীতি হয়ে ওঠে।

আজকাল অনলাইন ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন চকলেট তৈরির নানা রেসিপি। সেখান থেকে সহজ একটি রেসিপি নিয়ে বানিয়ে ফেলুন চকলেট। এরপর নিজ হাতে বানানো চকলেটটি উপহার দিন আপনার সঙ্গীকে। এরকম উপহার পেয়ে আপনার সঙ্গী হয়ত খুশিতে আটখানা হয়ে উঠবেন।

এছাড়া, প্রিয় মানুষটির জন্য একটি চকোলেট-থিম পার্টি দিতে পারেন। পার্টির খাবারের মেন্যুতে রাখতে পারেন নানা রকম চকলেট।

Share this news on: