আজ টেডি ডে, টেডির রঙের অর্থ জেনে প্রিয়জনকে উপহার দিন

ভালবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বিয়ার। টেডি বিয়ার কে না ভালবাসেন। প্রেম নিবেদন থেকে শুরু করে মান-অভিমান ভাঙাতে টেডি বিয়ারের জুরি নেই। শিশুদের খুব পছন্দ টেডি বিয়ার। ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে সেই সপ্তাহের মধ্যে ১০ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেয়া হয়েছে ‘টেডি ডে’ হিসেবে। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বিয়ার।

টেডি ডে-তে মিষ্টি‌ টেডি প্রিয় মানুষকে ভালোবাসা জানাতেই দেওয়া, তবে একেক রঙের টেডির কিন্তু একেকরকম অর্থ। প্রিয়জনকে টেডি দেওয়ার আগে তাহলে জেনে নিন কোন রঙের টেডির কি অর্থ।

গোলাপি রঙ : গোলাপি টেডি ভালোবাসার প্রস্তাব দেওয়া বোঝায়। পছন্দের মানুষকে টেডি দিলে যদি সে নিতে রাজি হয়, তবে আপনার প্রস্তাবে সে সম্মত।

কমলা রঙ : কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচক অনুভূতির (পজিটিভ ফিলিং) চিহ্ন। কেউ কমলা রঙের টেডি দিলে ভালোবাসার প্রস্তাব খুব শিগগিরই পাওয়ার সম্ভবনা আছে।

নীল রঙ : নীল রঙের মূলত ভালোবাসার ঘনত্বের প্রতীক। কে কাকে কতটা ভালোবাসা সেটাই বোঝায় নীল রঙ।

সবুজ রঙ : সবুজ রঙের টেডি সম্পর্কের গভীরতাকে বোঝায়। কে কতটা সম্পর্কে দায়বদ্ধ তা বোঝাতেই এই রঙের টেডি উপহার দেয় সঙ্গী।

লাল রঙ : লাল রঙ আসলে ভালোবাসার রঙ। তাই এই রঙের টেডি ভালোবাসার শক্তিকেই বোঝায়। রঙ যত গাঢ় ততই গভীর ভালোবাসা।


Share this news on:

সর্বশেষ