মিয়ানমারে মঠে সন্দেহভাজন গণহত্যায় নিহত ২২

মিয়ানমারে গত সপ্তাহে তিন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যার জন্য সামরিক বাহিনীকেই দায়ী করছেন সেনাশাসনের বিরোধীরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মিয়ানমারের সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির দক্ষিণের শান রাজ্যের পিনলাউং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। তবে এ সংঘাতে বেসামরিক কোনো নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি।

এক বিবৃতিতে তিনি দাবি করেন, নান নিয়েন্ত গ্রামের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী পৌঁছানোর পর সেখানে কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স- কেএনডিএফ এবং আরেকটি বিদ্রোহী গ্রুপের সদস্যরা হামলা চালায়। সন্ত্রাসীরা যখন এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, তখন কিছু গ্রামবাসী মারা যান, অনেকে আহত হন।

কেএনডিএফ-এর মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা রোববার নান নিয়েন্ত গ্রামে ঢোকার পর একটি বৌদ্ধমন্দিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় মরদেহগুলো দেখতে পায়।

কেএনডিএফ এবং আরেকটি বিদ্রোহী গ্রুপ কারেন্নি রেভোল্যুশন ইউনিয়ন- কেআরইউ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যাচ্ছে, মরদেহগুলোতে শরীর এবং মাথায় গুলির চিহ্ন রয়েছে, মন্দিরের দেয়ালেও গুলির দাগ রয়েছে।

তবে কোনো পক্ষের দাবিই নিরপক্ষেভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে পরিচিত মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী ছায়া সরকারের সদস্য ড. ইয়ে জাও মরদেহগুলোর ময়নাতদন্ত করেছেন৷ তার তথ্যমতে, খুব কাছ থেকে সেমি-অটোমেটিক অস্ত্র দিয়ে গুলি করে তাদের হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহগুলোর আশেপাশে কোনো সামরিক পোশাক, অস্ত্র বা গুলি পাওয়া যায়নি। ফলে ধরে নেওয়া যায় যে তারা বেসামরিক নাগরিক।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেহেতু সব মরদেহই নান নিয়েন মন্দির চত্বরের মধ্যে পাওয়া গেছে, ফলে ধরে নেওয়া যায় যে এটি একটি বেপরোয়া হত্যাকাণ্ড।

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং মিও মিন বলেছেন, গত দুই সপ্তাহে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলার এমন অন্তত চারটি ঘটনা ঘটিয়েছে সামরিক জান্তা।

একটি অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা স্পষ্ট যে বেসামরিক জনগণকে টার্গেটে পরিণত করেছে জান্তা সরকার৷ এটি মানবতাবিরোধী অপরাধ।

তবে বেসামরিক নাগরিকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে জান্তা সরকার তাদের এ অভিযানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন বলে দাবি করেছে।

অলাভজনক প্রতিষ্ঠান অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্যানুযায়ী, নির্বাচিত সরকারকে জোরপূর্বক উচ্ছেদ করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে অন্তত তিন হাজার ১৩৭ জন মানুষ মারা গেছেন তাদরে হাতে।

জাতিসংঘও মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।

Share this news on:

সর্বশেষ

img
সাফল্যের চেয়ে ভালোবাসার গুরুত্ব বেশি: মাধুরী দীক্ষিত Jan 18, 2026
img
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা Jan 18, 2026
img
কাস্টমস অফিসারদের অভিযানের গল্প নিয়ে কেমন হল ইমরানের নতুন ওয়েব সিরিজ? Jan 18, 2026
img
গায়ক আরমান মালিক হাসপাতালে Jan 18, 2026
img
এবার হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত Jan 18, 2026
img
এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট! Jan 18, 2026
img
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল Jan 18, 2026
img
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ হারাল ৩ Jan 18, 2026
img
যমুনায় জামায়াতের আমিরসহ চার সদস্যের প্রতিনিধি দল Jan 18, 2026
img
ইরানকে নিয়ে নতুন দুনিয়া গড়তে চান পুতিন Jan 18, 2026
img
বছরের প্রথম ১৭ দিনেই রেমিট্যান্স এলো ১৮৬ কোটি ডলার Jan 18, 2026
img
জোজো-কিংশুক, ৩২ বছর ভালোবাসার রোলার কোস্টার যাত্রা Jan 18, 2026
img
জামায়াতের প্রার্থীর আবেদনে মনোনয়ন বাতিল বিএনপি প্রার্থীর Jan 18, 2026
img
ফ্যাসিস্টরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তেমন দেশ আমরা চাই না: স্বাস্থ্য উপদেষ্টা Jan 18, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি : আমীর খসরু Jan 18, 2026
img
শরীর সায় না দিলেও মনের জোরে কাজ করছেন অমিতাভ Jan 18, 2026
img
কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না: বাঁধন Jan 18, 2026
img
জলাবদ্ধতা নিরসনে খালে ময়লা ফেলা চলবে না : ডা. শাহাদাত Jan 18, 2026
img
ময়মনসিংহে দৈনিক বিবাহবিচ্ছেদের আবেদন ২০টি, কী কারণে ভাঙছে সংসার! Jan 18, 2026
img
চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন পরীমনি Jan 18, 2026