বৃষ্টিতে রেকর্ডের আগেই থেমে গেল টাইগাররা

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। ইংরেজদের বিপক্ষে জয়ের সেই সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ।

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে ১৯.২ বলে ৫ উইকেটে ২০৭ রান করার সময়েই খেলা বন্ধ হয়ে গেছে। এতে রেকর্ড গড়া থেকে বঞ্চিত হয়েছে সাকিব আল হাসানের দল। ২০১৮ সালে শ্রীলঙ্কার মাটিতে রান তাড়া করতে নেমে ২১৫ রান করেছিল বাংলাদেশ।

সোমবার (২৭ মার্চ) প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। প্রথম দুই ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে আগ্রাসী শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন ও রনি। ফলে পাওয়ার প্লেতে ৮১ রান তুলেন তারা। যা বাংলাদেশের হয়ে প্রথম ৬ ওভারে সর্বোচ্চ সংগ্রহ।

তবে অতি আত্মবিশ্বাসী লিটন থেমে গেছেন ব্যক্তিগত মাইলফলকের একটু আগেই। তাতে রনির সঙ্গে তার ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে। এরপর আক্রমণে যাওয়ার লক্ষ্যে ঝোড়ো ব্যাটিং করতে গিয়ে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে অপর ওপেনার রনি তালুকদার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটির দেখা পেয়ে গেছেন। মাত্র ২৪ বলেই ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটার।

Share this news on: