কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করল চার দেশ

ভারত এ বছর জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতি রাষ্ট্র। সেই হিসেবে দেশটির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক। জি-২০ জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তাতে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বরে বিশ্বনেতারা বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন। কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্ক। কাশ্মীরে আয়োজিত বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে চারটি দেশ। দেশগুলো হলো—চীন, সৌদি আরব, তুরস্ক ও মিসর।

চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেয় তারা। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরও তিনটি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।

২২ থেকে ২৪ মে পর্যন্ত জি-২০ প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্ক জানায় তারা এই বৈঠকে যোগ দেবে না। এরপর সৌদি আরব ও মিসর কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারান বলেও অভিযোগ উঠেছে। এক ফরাসি সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেছিলেন বলে জানা গেছে।

সম্প্রতি কাশ্মীরের শ্রীনগরে মূলত পর্যটন নিয়ে বৈঠক হয়েছে। এতে শেষপর্যন্ত ১৬টি দেশের ৬০ জন প্রতিনিধি যোগ দেন। চারটি দেশের কোনো প্রতিনিধি অংশ নেননি।

কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে আরও কিছু প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল গুলমারগে বৈঠকের আয়োজন হবে। শ্রীনগর থেকে গুলমারগের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। পাহাড়ঘেরা গুলমারগের আয়োজনস্থল শেষ মুহূর্তে বাতিল করা হয়। প্রকাশ্যে না বলা হলেও সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণেই ওই জায়গা বাতিল করা হয়েছে। সব বৈঠকই শ্রীনগরে হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, সেপ্টেম্বরে বিশ্বনেতাদের উপস্থিতিতেও কি কাশ্মীর বিতর্ক সামনে এসে পড়বে?

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ কিনছে ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান May 11, 2025
img
মর্গে পড়ে ছিল মেয়ের দেহ, বিল মেটায়নি শ্বশুরবাড়ি: মৌসুমীর অভিযোগ May 11, 2025
img
গোবিন্দ আমায় ছাড়া বাঁচবে না : সুনীতা May 11, 2025
img
শান্তি আলোচনায় বসার আগে পূর্ণ যুদ্ধবিরতির দাবি কিয়েভের May 11, 2025
img
আব্দুল হামিদকে হাতকড়া পড়িয়ে ব্যাংকক থেকে ঘুরিয়ে আনুক: অধ্যাপক শাহীদুজ্জামান May 11, 2025
img
এলডিসি থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের May 11, 2025
img
পাকিস্তানে নিরাপত্তা সংকটে একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত May 11, 2025
img
যারা মানুষ মা’রে, তাদের অনলাইনেও থাকার অধিকার নেই: রাফি May 11, 2025
img
ডিবি হারুনের যে মেয়ে লাগতো, ব্যবস্থা করে দিতো লায়লা : টিকটকার প্রিন্স মামুন May 11, 2025
img
ভারতের হুমকি ফাঁকা বুলি প্রমাণিত হয়েছে May 11, 2025