ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ডাকাতের নাম মোবারক হোসেন (৩৮)। সে উপজেলার নয়নপুর গ্রামের প্রয়াত মিয়ার উদ্দিনের ছেলে।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার নয়নপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন, অস্ত্র ও গুলিসহ ডাকাত মোবারক হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধারে নয়নপুর এলাকায় গেলে ডাকাত দলের অন্য সদস্যরা মোবারক হোসনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে মোবারক হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মোবারক হোসেন পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ ১০টির অধিক মামলা রয়েছে| এ ঘটনায় কনস্টেবল শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক আহত হন।

Share this news on: