ত্বক পরিষ্কারে ঘরোয়া ক্লিনজার

ত্বক ভালো রাখার প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং। অথচ ক্লান্তি আর আলস্যের কারণে অনেকেই ক্লিনজিং করতে চান না। শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক ভালো থাকবে না। এজন্য আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে বাইরে থেকে ফিরে ত্বক ভালো করে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি।

ত্বক দূষণমুক্ত রাখতে সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো ক্লিনজিং। ব্রণ, মেচতা, বলিরেখার সমস্যা থেকে দূরে থাকতে চাইলে ক্লিনজিং হল রূপচর্চা অন্যতম ধাপ। বাজারে নানা ধরনের ক্লিনজার পাওয়া যায়। তবে এসব ক্লিনজারে নানা রাসায়নিক উপাদান মেশানো থাকে। সেগুলি ত্বকের সংস্পর্শে এসে সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এর চেয়ে ঘরোয়া কিছু ক্লিনজার ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে ত্বক ভালো থাকবে।

অলিভ অয়েল: ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। অলিভ অয়েল এমনিতে ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে এই তেলে। দু-তিন ফোঁটা অলিভ অয়েল নিয়ে ত্বকে ভালো করে মালিশ করে নিন। তার পর কিছু ক্ষণ অপেক্ষা করুন। দশ মিনিট পরে গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকের ভিতরে জমে থাকা ময়লা চলে যাবে।

দুধ: রূপচর্চায় দুধের ব্যবহার বহু দিনের। তবে ক্লিনজার হিসাবেও যে দুধ ব্যবহার করা যায়, এটা হয়েতো অনেকেই জানেন না। তবে শুধু দুধ মাখলে ডিপ ক্লিনজিং হবে না। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কমলালেবুর খোসার গুঁড়ো। তার পর তুলোয় মিশ্রণটি ভিজিয়ে সারা মুখে ঘষে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন।

মধু এবং লেবুর রস: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু এবং লেবুর রসের কার্যকরী ভূমিকা রয়েছে। তবে ক্লিনজার হিসাবেও এই দু’টির জুড়ি মেলা ভার। লেবুর রসের সঙ্গে দু’চামচ মধু মিশিয়ে সেই প্যাকটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। ১০ মিনিট রাখার পর হালকা গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন না পারলেও এক দিন পর পর এটি ব্যবহার করতে পারেন।

Share this news on:

সর্বশেষ

img
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন May 16, 2024
img
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় May 16, 2024
img
কানে প্রথমবারই নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা May 16, 2024
img
ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না: বাংলাদেশ ব্যাংক May 16, 2024
img
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু : প্রাণিসম্পদমন্ত্রী May 16, 2024
img
ডোনাল্ড লু’র বক্তব্যের পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই: কাদের May 16, 2024
img
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন May 16, 2024
img
বিমানবন্দরের কাছের ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন May 16, 2024
img
দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির গোপন সম্পদের মূল্য ২ হাজার ৬৩৬ কোটি May 16, 2024
img
সৌদি পৌঁছেছেন ২১ হাজার ৬৩ হজযাত্রী May 16, 2024