বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ছাত্রদলের ছয় নেতা

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে লালবাগ থানাধীন একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ০৩ টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ০৬ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মমিনুল ইসলাম হেজিসান (৩১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রাদল, মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সাবেক সহ-সাধারণ সম্পাদক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মোঃ হাসানুর রহমান হাসান (৩২), সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মোঃ শাহাদত হোসেন (৩১), সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২), সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং মোঃ আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাসমূহ রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শণের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে অন্তর্ঘাত মূলক কাজ করে। বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনার নিমিত্তে উক্ত স্থানে অবস্থান করছিল

Share this news on:

সর্বশেষ