বাংলাদেশে বিনিয়োগে থাইল্যান্ডকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সেনারগাঁও হোটেলে চার দিনব্যাপী 'থাইল্যান্ড ট্রেড ফেয়ার: টপ থাই ব্র্যান্ডস ২০১৯' মেলার উদ্বোধনকালে এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের জন্য আমরা বাংলাদেশকে উন্মুক্ত করে দিয়েছি। বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করছে। থাইল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে।

থাইল্যান্ডে ভিসা দেয়ার বিষয়টি আরও সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটনে থাইল্যান্ড রোল মডেল। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, কিভাবে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে এগিয়ে নেয়া যায়, সেক্ষেত্রে থাইল্যান্ড আমাদের সহযোগিতা করতে পারে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই।

মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। মেলায় প্রদর্শকদের মধ্যে রয়েছে থাই প্রতিষ্ঠান এবং থাই পণ্য আমদানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠান। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on: