বাজারে শীতকালীন সবজি পাওয়া গেলেও দাম নাগালের বাইরে

বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, তারপরও আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতোই উত্তপ্ত অবস্থায় রয়েছে অধিকাংশ সবজির দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।

শুক্রবার (২০ অক্টোবর) মোহাম্মদপুরের স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ঘুরলেও দাম কমেনি কোনো সবজির। বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, সিম ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, লাউ ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা, কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শসা কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মোটামুটি সব ধরনের সবজির দামই বেড়েছে। শীতকালে বাজারে সাধারণত লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পেঁয়াজ, ভারতীয় পিঁয়াজ, বেগুন, মুলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেঁড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে। তবে এ বছর টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যে কারণে বাজারে সবজি তুলনামূলক কম। তাই সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে শীতের সবজি।

স্থানীয় সবজি ব্যবসায়ী জুয়েল বলেন, সব সবজির দামই বাড়ছে। যেগুলা ৫০-৬০ টাকা ছিল, সেগুলা ৭০-৮০ টাকা হয়েছে। শীতের সবজি বাজারে আসতেছে, চাহিদাও আছে। পুরা লটে আসতে থাকলে দাম কিছুটা কমবে আশা করি।

তবে সবজির এমন উচ্চমূল্য বিপাকে ফেলছে সাধারণ ক্রেতাদের। কাঁচাবাজার করতে আসা ক্রেতা আলামিন হোসেন বলেন, সব কিছুর দামই তো বেড়েছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষরা যে টিকে থাকব, তার অবস্থা নেই। মাছ-মাংসের কথা তো বাদই দিলাম, শাক-সবজির দামও যদি এমন বাড়ে, তাহলে তিন বেলার জায়গায় দু-বেলা খেতে হবে।

আরেক ক্রেতা জসীম উদ্দিন বলেন, গরিব মানুষের সস্তার খাবার হলো শাক সবজি। সেটার দামও যদি এমন থাকে তাহলে খাবে কি? যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না।

Share this news on:

সর্বশেষ

img
এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু Nov 29, 2024
img
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশির মুক্তি Nov 29, 2024
img
ইউক্রেন যুদ্ধ:যুদ্ধে হঠাৎই আরও বেশি বিধ্বংসী অস্ত্রের তাণ্ডব,নেপথ্যে কী Nov 29, 2024
img
ফের উৎপাদনে ফিরছে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র Nov 29, 2024
img
ইসকনের নামে আ.লীগ নতুন করে আসার চেষ্টা করছে:হেফাজতে ইসলাম Nov 29, 2024
img
পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে:পরিবেশ মন্ত্রণালয় Nov 29, 2024
img
গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন: বদিউল আলম Nov 29, 2024
img
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:গুগল ম্যাপসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক চরমে,দায় এড়াতে পারে কী সরকারি সংস্থা Nov 29, 2024
img
ভয়েস অব আমেরিকার জরিপ:সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে,মনে করেন ৬৪ শতাংশ মানুষ Nov 29, 2024
img
পরীমণির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা Nov 29, 2024