জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু

জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। রাজধানীর বনানী কার্যালয়ে সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।

দলীয় মনোনয়ন ফরম বিতরণের জন্য সোম ও মঙ্গলবার দুই দিন দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। বনানী কার্যালয়ে তৃতীয় তলার হল রুমে বিভাগভিত্তিক পৃথক বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে কয়েক দিন ধরেই ঝুলে রেখেছিল জাতীয় পার্টি। বারবার বলা হচ্ছিল নির্বাচনের পরিবেশ তৈরির কথা।

Share this news on: