মিরপু‌রে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

বিএন‌পি জামায়া‌তের ডাকা দুই দিনব‌্যা‌পি হরতা‌লে ‌শেষ দিন রাজধানীর মিরপুরে বিআ‌টি‌সির দ্বিতল বা‌সে আগুনের ঘটনা ঘটেছে। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তি‌নি জানান, রাজধানীর মিরপুর ১০ নম্ব‌রে দুর্বৃত্ত কর্তৃক একটি বিআরটিসি বাসে আগুনের ঘটনা ঘ‌টে‌ছে। মিরপুর ফায়ার স্টেশন এর ০২টি ইউনিট অগ্নিনির্বাপণ আগুন নির্বাপনে কাজ কর‌ছে।


Share this news on:

সর্বশেষ