ত্রিশাল উপজেলা নির্বাচন স্থগিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনার।

২৮ মার্চ (বৃহস্পতিবার) নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৩৪১৫/২০১৯ অনুযায়ী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করেছেন। মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশ প্রতিপালনার্থে উক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ জেলার ১২ উপজেলার মধ্যে ১১টিতেই ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্টের আদেশের কারণে স্থগিত রয়েছে ত্রিশাল উপজেলার নির্বাচন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ