ফের সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

সপ্তাহজুড়ে বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা থাকলেও রোববার থেকে হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খুচরা বাজারে দাম বাড়তে বাড়তে ফের সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ।

আজ সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দাম বৃদ্ধির এমন চিত্র দেখা গেছে। বাজারের বেশির ভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে রামপুরা বাজারে বিক্রেতা কবির হোসেন বলেন, মুড়ি কাটা শেষ, নতুন হালি পেঁয়াজের সরবরাহ বাড়তে কিছুদিন সময় লাগবে।

তিনি বলেন, মোকামে দাম বেড়েছে। পাবনায় প্রতি মণ পেঁয়াজ ৩২০০ থেকে ৩৪০০ টাকা কেনা পড়ছে। যা আগের থেকে ৪০০ টাকা বেশি। মূলত গতকাল থেকেই এমন দাম বেড়েছে।

এদিকে পাবনায় স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার মোকামগুলোয় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কয়েক দিন আগে সেখানে বিভিন্ন হাটে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৬০-৭০ টাকায়। সাঁথিয়া উপজেলার করমজা চতুর হাটসহ বিভিন্ন হাটে একই পেঁয়াজ এখন ৭৫-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আগাম পেঁয়াজের উৎপাদন শেষ হয়ে আসার কারণে গত তিন দিনে পাবনার বিভিন্ন উৎপাদন সংশ্লিষ্ট এলাকায় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

কৃষক ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন আগাম বা মুড়ি কাটা জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। মাস দেড়েক আগে এই পেঁয়াজ হাটে উঠেছে। সুজানগর ও সাঁথিয়া উপজেলার কৃষকেরা যে মুড়ি কাটা জাতের পেঁয়াজের আবাদ করেছিলেন, তার বেশির ভাগই এরই মধ্যে তোলা হয়ে গেছে।

ফলে বাজারে এই জাতের পেঁয়াজের সরবরাহ কমতে শুরু করেছে। এ কারণে মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়ছে।

কৃষকেরা জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই প্রধান জাত হালি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। তখন দাম আবার কমে আসবে।

Share this news on:

সর্বশেষ

img
জুমার পর হেফাজতের বিক্ষোভ-সমাবেশ Nov 29, 2024
img
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে Nov 29, 2024
img
মধ্য গাজায় ইসরায়েলের বোমা হামলা, ২৬ ফিলিস্তিনি নিহত Nov 29, 2024
img
ফিফা দ্য বেস্ট’ বর্ষসেরা মনোনীতদের নাম প্রকাশ, তালিকায় আছেন যারা Nov 29, 2024
img
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার Nov 29, 2024
img
বিসিএস প্রিলি-লিখিতের প্রশ্ন নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসির Nov 29, 2024
img
সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার উপদেষ্টা Nov 28, 2024
img
সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর Nov 28, 2024
img
সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের: সংসদে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী Nov 28, 2024
img
সংগঠনকে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হবে: উপদেষ্টা মাহফুজ Nov 28, 2024