খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না।

সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় তার আউটের বিষয়ে। সাকিব বলেন, 'বুঝলাম যে খারাপ সময়ে সবকিছু খারাপ যায়।' শোনা গিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিব চোখে সমস্যায় ভুগছেন। বিপিএলে এসে সেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু শনিবার সাকিব বললেন বিষয়টা চোখের সমস্যা না।

সমস্যা কোথায় সাকিব নিজেও খুঁজে পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য নিজের দলের পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চেষ্টা করছেন। এ বিষয়ে সাকিব বলেন, 'সবাই চেষ্টা করছে সাহায্য করার। আমি যে সমস্যায় ভুগছি সে সমস্যা যেন উতরে যেতে পারি।' এর আগে কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন, সাকিবের সমস্যার সমাধান না হলে সে আর ক্রিকেটেই ফিরবে না। এই বিষয়ে বিশ্বাসের অলরাউন্ডার বলেন, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নেই। তারপরেরটা পরে বলবো।'

সাকিবের নামের পাশে 'বিশ্বসেরা অলরাউন্ড' বিশেষণটি যেন অতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি তিনি একজন বোলার হিসেবে খেলছেন। বিষয়টি ভালো লাগে না সাকিবের। তাইতো অকপট স্বীকারোক্তি, 'জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে (বোলিং অথবা ব্যাটিং) খেলতে হয়েছে, এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য অনুভব করছি, তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছিল, তার অর্ধেক পূরণ করতে পারছি, অর্ধেক পারছি না। কিন্তু তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করছে সেজন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়। তিনি আরও বলেন, এই ফ্রাঞ্চাইজিটিতে খেলতে পেরে খুবই গর্বিত আমি বলবো। তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই সময়ে, আমার অবস্থাটা বুঝতে পেরেছে, যেভাবে বিষয়টা সামলিয়েছে, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।'

বিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, 'এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়। তারপরে অফিসিয়ালদের সাথে কথা হবে, তারপরে সিদ্ধান্ত হবে।'

সাংবাদিকরা চোখের সমস্যা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'জানি না, আমার কোনো ধারণা নাই যে, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ-চোখ-চোখ বলতেছেন, চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। সুতরাং ওই টেস্টে (চোখে দেখা নিয়ে) কোনো সমস্যা নাই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।'

Share this news on:

সর্বশেষ

img
‘পঞ্চায়েত নেতাদের অবস্থা আমাদের চেয়ে ভাল’ Jul 13, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব Jul 13, 2025
img
টিউলিপের মামলার কার্যক্রম স্থগিতের আদেশ হাইকোর্টের, আপিল করবে দুদক Jul 13, 2025
img
থমকে গেছে গাজার যুদ্ধবিরতি আলোচনা Jul 13, 2025
img
অবশেষে রানে ফিরলেন লিটন Jul 13, 2025
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আসছেন ঢালিউডে? শাকিবের নতুন সিনেমায় গুঞ্জন Jul 13, 2025
img
এফডিসির কিছু মানুষের জন্যই দিলদার ভাইয়ের সঙ্গে জুটি ভেঙে যায় : নাসরিন Jul 13, 2025
img
ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত Jul 13, 2025
ডা. জাকির নায়েকের চ্যানেল ফের চালুর দাবি, পাঠানো হয়েছে আইনি নোটিশ Jul 13, 2025
বিএনপির গতি ফেরাতে গালিবের আহ্বান Jul 13, 2025
ইউরোপে অভিবাসনে বাংলাদেশিদের আধিপত্য Jul 13, 2025
পরীক্ষায় ফেল করায় শিক্ষককে দেখে নেয়ার হুমকি,কল রেকর্ড ফাঁস! Jul 13, 2025
উত্তর সিটির রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণের আগেই উদ্বোধনে বিএনপি নেতা! Jul 13, 2025
মিটফোর্ডের ঘটনায় এখনো বিক্ষোভ চলছে Jul 13, 2025
img
ভালো কিছুর আশা করেছিলাম, কিন্তু আপনারা হতাশ করেছেন : বিন ইয়ামিন Jul 13, 2025
img
ক্রটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়: ড্যাব Jul 13, 2025
img
জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় : এনসিপি Jul 13, 2025
img
বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ৮৮৩ পরীক্ষার্থীর ফল সংশোধনের নির্দেশ Jul 13, 2025
img
জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ Jul 13, 2025
img
বিয়ের আগে মেয়েকে শর্মিলা ঠাকুরের বিশেষ পরামর্শ Jul 13, 2025