খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না।

সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় তার আউটের বিষয়ে। সাকিব বলেন, 'বুঝলাম যে খারাপ সময়ে সবকিছু খারাপ যায়।' শোনা গিয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিব চোখে সমস্যায় ভুগছেন। বিপিএলে এসে সেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু শনিবার সাকিব বললেন বিষয়টা চোখের সমস্যা না।

সমস্যা কোথায় সাকিব নিজেও খুঁজে পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য নিজের দলের পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চেষ্টা করছেন। এ বিষয়ে সাকিব বলেন, 'সবাই চেষ্টা করছে সাহায্য করার। আমি যে সমস্যায় ভুগছি সে সমস্যা যেন উতরে যেতে পারি।' এর আগে কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন, সাকিবের সমস্যার সমাধান না হলে সে আর ক্রিকেটেই ফিরবে না। এই বিষয়ে বিশ্বাসের অলরাউন্ডার বলেন, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নেই। তারপরেরটা পরে বলবো।'

সাকিবের নামের পাশে 'বিশ্বসেরা অলরাউন্ড' বিশেষণটি যেন অতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি তিনি একজন বোলার হিসেবে খেলছেন। বিষয়টি ভালো লাগে না সাকিবের। তাইতো অকপট স্বীকারোক্তি, 'জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে (বোলিং অথবা ব্যাটিং) খেলতে হয়েছে, এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য অনুভব করছি, তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছিল, তার অর্ধেক পূরণ করতে পারছি, অর্ধেক পারছি না। কিন্তু তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করছে সেজন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়। তিনি আরও বলেন, এই ফ্রাঞ্চাইজিটিতে খেলতে পেরে খুবই গর্বিত আমি বলবো। তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই সময়ে, আমার অবস্থাটা বুঝতে পেরেছে, যেভাবে বিষয়টা সামলিয়েছে, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।'

বিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, 'এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়। তারপরে অফিসিয়ালদের সাথে কথা হবে, তারপরে সিদ্ধান্ত হবে।'

সাংবাদিকরা চোখের সমস্যা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'জানি না, আমার কোনো ধারণা নাই যে, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ-চোখ-চোখ বলতেছেন, চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। সুতরাং ওই টেস্টে (চোখে দেখা নিয়ে) কোনো সমস্যা নাই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।'

Share this news on:

সর্বশেষ

img
অনশন ভাঙতে কেন ডাবের পানি খাওয়ানো হয়? Nov 10, 2025
img
শাকিব খানের ‘প্রিন্স’-এ দেখা যাবে বলিউডের জ্যাকি শ্রফকে Nov 10, 2025
img
জাদুঘরের সামনে রাতভর অবস্থানে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা Nov 10, 2025
img
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু Nov 10, 2025
img
ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল Nov 10, 2025
img
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল Nov 10, 2025
img
আসিফের সমালোচনা ফুটবলাঙ্গনে, প্রশ্ন ‘সুস্থতা’ ও ‘ভদ্রতা’ নিয়ে Nov 10, 2025
img
হঠাৎ মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল Nov 10, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক Nov 10, 2025
img
যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না : ফজলুর রহামন Nov 10, 2025
img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025