সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা

দেশে বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল। টানা অষ্টম দফায় কমার পর ধাতব বস্তুটির পরপর দাম তিন দফায় বাড়ানো হলো।

আজ মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দর অনুযায়ী, ভাল মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বেড়েছে চার হাজার ৫০২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। আগামীকাল বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি বেড়েছিল ৭৩৪ টাকা। গত শনিবার বেড়েছিল ভরিপ্রতি এক হাজার ৫০ টাকা। সর্বশেষ তিন দফায় ভরিপ্রতি বাড়ল ছয় হাজার ২৮৬ টাকা। তার আগে গত ২১ এপ্রিল বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। পরে টানা আট দফায় ১০ হাজার ২৬৫ টাকা কমে স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ৯ হাজার ৪১ টাকা।

আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৪৪৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার ৯৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৬৯৬ টাকা। যা আজ সোমবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৭৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৮২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭২ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য ১১০ টাকা।

Share this news on:

সর্বশেষ