পাকিস্তানকে গুঁড়িয়ে ভারতের জয়ের উল্লাস

বোলাররা কাজটা সহজ করে দিয়েছিলেন। ভারতের ব্যাটিং প্রসিদ্ধ লাইনআপ গুঁড়িয়ে দিয়েছিলেন মাত্র ১১৯ রানে। কিন্তু ছোট রানের সমীকরণও মেলাতে পারলেন না পাকিস্তানের ব্যাটাররা। বরং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাবর-রিজওয়ানদের গুঁড়িয়ে জয়ের উল্লাসে মাতল রোহিত শর্মার ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে শুরু করা পাকিস্তান আজ দেখল দ্বিতীয় হারের মুখ। সেই সঙ্গে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সম্ভাবনাও ফিকে হয়ে আসল বাবর আজমদের। অন্যদিকে ভারত পেলে টানা দুই ম্যাচে দুই জয়।

বিশ্বকাপের ১৯তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ১১৩ রানে থামে পাকিস্তান।
ছোট রান তাড়ায় শুরুটা দেখে শুনে করে পাকিস্তান। মন্থর ব্যাটিংয়ে শুরু করেন দুই ওপেনার বাবর ও রিজওয়ান। পঞ্চম ওভারে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান জাসপ্রিত বুমরাহ। যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক।

ওয়ানডাউনে নেমে সমান ১৩ রানে এলবির ফাঁদে পড়েন উসমান খানও। ফখর জামানও আটকে যান সেই ১৩ রানের বৃত্তে। তিনি উইকেট দিয়েছেন পান্ডিয়াকে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে উইকেটে আশা জাগিয়েছিলেন রিজওয়ান। কিন্তু উইকেটে সেট হয়ে তিনিও করলেন হতাশ। বুমরাহর বলে বোল্ড হয়ে থামে রিজওয়ানের মন্থর ইনিংস। ৪৪ বলে ৩১ রান করে বিদায় নেন এই ওপেনার।

এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলে ভারত। সেই চাপ সামাল দিয়ে আর জয়ের কক্ষপথে ফিরতে পারেনি পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে ধাক্কা দেন রোহিত শর্মা। তার ওই ওভারে ৮ রান নেন রোহিত। এরপরই নামে তৃতীয় দফায় বৃষ্টি। আবারও অপেক্ষা!

৩০ মিনিট অপেক্ষার পর ফের শুরু হয় মাঠের লড়াই। স্ট্রাইকে এসে প্রথম বলে নাসিম শাহকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন বিরাট কোহলি। এই স্বস্তি অবশ্য শেষ হয়ে যায় এক বল পরেই। নাসিমের করা ওই ওভারের তৃতীয় বল মোকাবিলায় উড়িয়ে মারতে গিয়ে কাভার পয়েন্টে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি (৪)।

পরের ওভারে আবারও পাকিস্তানের উল্লাস। এবারের শিকার রোহিত। শাহিনের করা বলে ফ্লিক করেন রোহিত। টাইমিং ঠিকঠাক ছিল না। ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়, ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করেন হারিস রউফ। ১২ বলে ১৩তে থামেন ভারতীয় অধিনায়ক।

দুই বড় তারকাকে হারিয়ে মোমেন্টাম পায় পাকিস্তান। কিন্তু সেটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। মোহাম্মদ আমিরের বলে পরপর তিনবার পন্থকে জীবন দেয় পাকিস্তান। তার তুলে দেওয়া তিনটি ক্যাচের একটিও ধরতে পারেননি উসমানরা। পাওয়ার প্লের ছয় ওভারে ৫০ রানে তোলে ভারত।

অষ্টম ওভারে অক্ষর প্যাটেলকে বোল্ড করে ভারতের জমে যাওয়া জুটি ভাঙেন নাসিম শাহ। ১৮ বলে ২০ রানের বেশি যোগ করতে পারেননি অক্ষর। ভাঙে ৩৯ রানের জুটি। পাঁচে নামা সূর্যকুমার যাদবকে চড়াও হতে দেননি রউফ। ৮ বল খেলে ৭ রান করা যাদবকে মিড অফে আমিরের হাতে ক্যাচ বানান রউফ। এরপর নাসিমের বল কট এন্ড বোল্ড হয়ে বিদায় নেন শিভাম দুবে।

১৫তম ওভারে বোলিংয়ে এসেই চমক দেখান আমির। পরপর দুই বলে তুলে নেন দুই উইকেট। প্রথমে থামান জমে যাওয়া রিশাভ পন্থকে। চারবার জীবন পাওয়া পন্থকে বাবরের হাতে ক্যাচ বানান আমির। ৩১ বলে ৪২ রানে পন্থের ইনিংস। এরপর উইকেটে আসা জাদেজাকে টিকতেই দেননি আমির। রানের খাতা খোলার আগেই জাদেজাকে ড্রেসিংরুমে পাঠান অভিজ্ঞ এই বোলার। এরপর হারিস রউফ এসেও এক ওভারে তুলে নেন জোড়া উইকেট। একের পর এক উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি ভারত। টেলএন্ডারদের ব্যাটে শেষ পর্যন্ত ১১৯ রানে থামে ভারত।

বল হাতে পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নাসিম শাহ। ২১ রান দিয়ে সমান তিনটি নিয়েছেন হারিস রউফ। ২৩ রান খরচায় আমির নিয়েছেন দুটি উইকেট। একটি নিয়েছেন শাহিন শাহ।

Share this news on:

সর্বশেষ

img
খুলনায় আড়াই মণ হরিণের মাংসসহ আটক ১ Sep 16, 2025
img
ভালুকায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেপ্তার Sep 16, 2025
img
বিপিসির অভিযানে মানিকগঞ্জে ৩ ফিলিং স্টেশনের ৮টি ডিসপেন্সিং ইউনিট জব্দ Sep 16, 2025
img
কাপাসিয়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব লিয়ন বহিষ্কার Sep 16, 2025
img
জামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ Sep 16, 2025
img
আরাকান আর্মি ইয়াবা ব্যবসায় জড়িত থাকায় চোরাচালান বেড়েছে : বিজিবি Sep 16, 2025
img
চাঁদপুরে সরকারি চাল মজুতের দায়ে বিএনপি নেতাকে জরিমানা Sep 16, 2025
উত্তাল ফরিদপুর! থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন Sep 16, 2025
আমি তুষার বলছি - বাংলাদেশকে এখানেই আসতে হবে Sep 16, 2025
এই যে ভণ্ডামি, প্রতারণা কেন করছেন আপনারা? Sep 16, 2025
তরুণদের সক্রিয়তায় সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা Sep 16, 2025
অর্থ পাচার রোধে যে কঠোর নীতিতে হাঁটছে সরকার Sep 16, 2025
img
নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল Sep 16, 2025
img

ডিআইজি রেজাউল করিম

যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব Sep 16, 2025
img
আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত Sep 16, 2025
img
পেলেকে ছাড়িয়ে রেকর্ড দামে বিক্রি হলো মেসির রুকি কার্ড Sep 16, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Sep 16, 2025
img
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে নৌবাহিনী Sep 16, 2025
img
চবিতে ‘হোস্টেল সংসদ’ নির্বাচনের ঘোষণা Sep 16, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Sep 16, 2025