শিক্ষার্থীরা যতদিন আন্দোলনে থাকছে, ততদিন তাদের সঙ্গে থাকব : অভিনেত্রী বাঁধন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন বলেছেন, আমাদের সন্তানদের সঙ্গে অন্যায়-অবিচার-নিপীড়ন হয়েছে। শিক্ষার্থীরা যতদিন আন্দোলনে থাকছে, ততদিন আমরাও তাদের সঙ্গে থাকব। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যেই রাজধানী ঢাকার ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ করেন তারকারা। সেখানেই এসব কথা বলেন চিত্রনায়িকা বাঁধন।

মূলত সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে দেশে হত্যা, সহিংসতা, গণপ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং সব হত্যার হিসাব, বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন সংস্কৃতিকর্মীরা।

এদিন প্রতিবাদ সমাবেশে বাঁধন বলেন, যে অন্যায়-অবিচার-নিপীড়ন করা হয়েছে বা এখনো করা হচ্ছে, যেভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে- একটি গণতান্ত্রিক দেশে এসব দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বসে থাকতে পারে, তাহলে বলার কিছু নেই। কেননা, আমার ১২ বছরের একটি সন্তান রয়েছে। আমি এ দেশের নাগরিক। আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। এ দেশেই থাকব আমি এবং এই দেশ আমার। দেশটি আমরাই সংস্কার করব।

এ অভিনেত্রী বলেন, আমার যদি বিবেক থাকে, তাহলে এই পরিস্থিতিতে মানসিকভাবে আমার সুস্থ থাকার কোনো অবকাশ নেই। কেননা, এই ঘটনাগুলো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে গুলি চালানো শুরু হয়েছে, সেদিন থেকে দুই চোখের পাতা এক করতে পারিনি আমি। কেননা, ওই শিশুগুলোর মধ্যে আমারও সন্তান থাকতে পারতো। ওই মানুষগুলোর মধ্যে আপনি-আমিও থাকতে পারতাম।

এ সময় রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে এ নায়িকা বলেন, কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। এসব অন্যায়-অনিয়মের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতাধীন করা হোক। আমরা সবাই এর প্রকাশ্য প্রয়োগ দেখতে চাই। আর শিক্ষার্থীরা যতদিন মাঠে আছেন, ততদিন তাদের সঙ্গে আছি আমরা।

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ Dec 04, 2024
img
অর্থ পাচার:কীভাবে গোটা দেশের অর্থনীতি খালি করে দেয়া হলো,চাঞ্চল্যকর তথ্য প্রকাশ Dec 04, 2024
img
সরকারের পক্ষ থেকে জাতীয় ঘোষণা আসবে:জামায়াত আমির Dec 04, 2024
img
ভারতের সঙ্গে রামপালসহ ক্ষতিকর চুক্তিগুলো বাতিলের দাবি রাজনৈতিক দলগুলোর Dec 04, 2024
img
দেশকে অস্থির করার চেষ্টা চলছে,সবাইকে একজোট থাকতে হবে:ড. ইউনূস Dec 04, 2024
img
সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর Dec 04, 2024
img
অবশেষে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পির 'ডেঞ্জার জোন' Dec 04, 2024
img
ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়:পররাষ্ট্র উপদেষ্টা Dec 04, 2024
img
জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য:গভর্নর Dec 04, 2024
img
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা Dec 04, 2024