শিক্ষার্থীরা যতদিন আন্দোলনে থাকছে, ততদিন তাদের সঙ্গে থাকব : অভিনেত্রী বাঁধন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন বলেছেন, আমাদের সন্তানদের সঙ্গে অন্যায়-অবিচার-নিপীড়ন হয়েছে। শিক্ষার্থীরা যতদিন আন্দোলনে থাকছে, ততদিন আমরাও তাদের সঙ্গে থাকব। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যেই রাজধানী ঢাকার ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ করেন তারকারা। সেখানেই এসব কথা বলেন চিত্রনায়িকা বাঁধন।

মূলত সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে দেশে হত্যা, সহিংসতা, গণপ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং সব হত্যার হিসাব, বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন সংস্কৃতিকর্মীরা।

এদিন প্রতিবাদ সমাবেশে বাঁধন বলেন, যে অন্যায়-অবিচার-নিপীড়ন করা হয়েছে বা এখনো করা হচ্ছে, যেভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে- একটি গণতান্ত্রিক দেশে এসব দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বসে থাকতে পারে, তাহলে বলার কিছু নেই। কেননা, আমার ১২ বছরের একটি সন্তান রয়েছে। আমি এ দেশের নাগরিক। আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। এ দেশেই থাকব আমি এবং এই দেশ আমার। দেশটি আমরাই সংস্কার করব।

এ অভিনেত্রী বলেন, আমার যদি বিবেক থাকে, তাহলে এই পরিস্থিতিতে মানসিকভাবে আমার সুস্থ থাকার কোনো অবকাশ নেই। কেননা, এই ঘটনাগুলো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে গুলি চালানো শুরু হয়েছে, সেদিন থেকে দুই চোখের পাতা এক করতে পারিনি আমি। কেননা, ওই শিশুগুলোর মধ্যে আমারও সন্তান থাকতে পারতো। ওই মানুষগুলোর মধ্যে আপনি-আমিও থাকতে পারতাম।

এ সময় রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে এ নায়িকা বলেন, কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। এসব অন্যায়-অনিয়মের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতাধীন করা হোক। আমরা সবাই এর প্রকাশ্য প্রয়োগ দেখতে চাই। আর শিক্ষার্থীরা যতদিন মাঠে আছেন, ততদিন তাদের সঙ্গে আছি আমরা।

Share this news on:

সর্বশেষ

img
এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরগুলোকে বিশেষ নির্দেশনা Jan 13, 2025
img
শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার Jan 13, 2025
img
প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ভালো ফল আনবে না: ভারতীয় সেনাপ্রধান Jan 13, 2025
img
‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ’ Jan 13, 2025
img
সীমান্তের উত্তেজনা: দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Jan 13, 2025
img
ঢাকায় জাপা‌নের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি Jan 13, 2025
img
ট্রাইব্যুনালে ২৫ জনের নামে অভিযোগ সাইদের পরিবারের Jan 13, 2025
img
শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে ৩ মামলা, সহযোগী শেখ হাসিনা  Jan 13, 2025
img
জামায়াতের আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jan 13, 2025
img
কমপ্লিট শাটডাউন ঘোষণা, জবির গেটে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা Jan 13, 2025