আয়কর রিটার্ন দেয়ার সময় দুদিন বাড়লো

করদাতাদের সুবিধার্থে রিটার্ন জমা দেয়ার সময় দুদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নভেম্বরের শেষ দিন সরকারি ছুটির কারণে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। তবে এ বছর আয়কর সপ্তাহ পালিত হচ্ছে না।

এনবিআর কর্মকর্তারা জানান, এ মাসের শেষ দিন পর্যন্ত কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে আয়কর মেলার সব সুবিধা পাওয়া যাবে।

কর্মকর্তারা বলছেন, আয়কর সপ্তাহ পালন না হলেও কর অফিসগুলোতে মেলার সব সুবিধা পাওয়া যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, আয়কর মেলায় যে পরিবেশে রিটার্ন দেয়া হয়েছে, একই রকমের সুবিধা কর অঞ্চলগুলোতেও পাওয়া যাবে।

 

 

Share this news on: