বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
এদিন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন।
যাদের বিরুদ্ধে দলের নামে চাঁদাবাজির অভিযোগ উঠছে তারা বিএনপির কেউ না দাবি করে দলে পরিচয় নিশ্চিত না হয়ে নতুন করে কাউকে না ঢোকানোর আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান। সেই সঙ্গে জনগণের অধিকার নিশ্চিতে একটি নির্বাচিত সরকার দরকার জানিয়ে সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।