জীবনে চলার পথে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া জরুরি। তাহলে পথটা আরও সহজ হয়ে যায়। তবে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সঠিক নয়। অনেকসময় আমরা জীবনসঙ্গী পেলেও বুঝতে পারিনা। সাইকোলজি টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে সঠিক সঙ্গীর সন্ধান পেলে যেভাবে বুঝতে পারবেন।সাইকোলজিস্টরা এই বিষয়টি নিয়ে তাদের মতামত তুলে ধরেছেন যা আপনাকে সঠিক সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করবে।
একে অপরের পরিপূরক: আপনার সঙ্গে সঙ্গীর ভাবনার মিল থাকা খুব দরকার। দুজনের ভাবনা আলাদা হলে মুশকিল। যখন দেখবেন আপনাদের ভাবনা এবং কাজের মিল আছে তখন বুঝবেন সঠিক সঙ্গীর সঙ্গেই আছেন। দুজনের বিশ্বাস, চিন্তা-চেতনায় মিল থাকলে সম্পর্ক সহজ হয়ে যায়। দুজন মানুষের মূল্যবোধের মানদণ্ড এক থাকলে জীবনের নানান জটিলতার সহজ সমাধান করা যায় বলছেন মনোবিদরা। তাই খেয়াল করুন আপনাদের দুজনের ভাবনা এবং চেতনায় মিল খুঁজে পান কিনা।
সম্মান দেয়া: প্রতিটা সম্পর্কের বিভিন্ন ধাপ আছে। সবসময় সম্পর্ক একভাবে যায় না। অনেক বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। মান-অভিমানের পালা চলতে পারে। সেই সময় আপনারা দুজন দুজনের প্রতি সম্মান ধরে রাখতে পারছেন কিনা সেটা খেয়াল করুন। নিজেদের মধ্যের দ্বন্দ্ব সম্মানের সঙ্গে গঠনমূলকভাবে পরিচালনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন দেখবেন আপনার সঙ্গীও আপনার মত এই বিষয়টা নিয়ে ভাবেন তখন বুঝতে হবে সঠিক পথেই এগোচ্ছেন।
গুরুত্ব: আপনার সঙ্গীর কাছে আপনার গুরুত্ব কেমন সেটা দেখতে হবে। নয়তো একটা সময় গিয়ে একাকিত্ব আর কষ্ট বোধ করবেন। জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, সবাই আমাদের জীবনে সম্মান গুরুত্ব পায় না। আর জীবনসঙ্গী ক্ষেত্রে তার গুরুত্ব দেয়ার বিষয় জরুরি। যখন দেখবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না বরং নিজের কথা ভাবছে তাহলে সাবধান।
সময় দেয়া: সম্পর্ক সুন্দর রাখতে দুজন দুজনকে সময় দেয়া গুরুত্বপূর্ণ। আপনি যাকে জীবনসঙ্গী বানানোর পরিকল্পনা করছেন, তিনি ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেয় কিনা সেটা দেখতে হবে। আপনার জন্য তার আলাদা সময় থাকলে বুঝবে তবে আপনি গুরুত্বপূর্ণ তার জীবনে। কিন্তু যদি তিনি বিভিন্ন কারণ দেখিয়ে দূরে থাকে তাহলে সে আপনার জন্য সঠিক নয়।
সুদূর পরিকল্পনা: আমরা অনেক সময় বুঝতে পারি না কী চাই। যখন মন থেকে বুঝতে পারবেন প্রিয় মানুষটির সঙ্গে আপনি বাকি জীবন কাটাতে চান এবং সেও আপনাকে নিয়ে একই চিন্তা করে তাহলে ঠিক পথেই হাঁটছেন। যখন বুঝতে পারবেন সঙ্গী আপনার সঙ্গে বাকি জীবন কাটাতে চায়। তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চান না। তাহলে বুঝতে হবে আপনি একজন সঠিক জীবনসঙ্গী পেয়েছেন।
আপনার সঙ্গীর সঙ্গে যদি এই সব বিষয় মিলে যায় তাহলে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে যদি মিল খুঁজে না পান তাহলে আরও একটু সময় নিন।