ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও খোলা পোশাক কারখানা

জুলাই-আগস্টে দেশব্যাপী বিক্ষোভ ও কারফিউ, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গত তিন মাস ধরে চরমভাবে ব্যাহত হয়েছে পোশাক শিল্পের উৎপাদন। অর্ডার হারিয়েছে অনেক প্রতিষ্ঠান। ধাক্কা কাটিয়ে উঠতে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন পোশাক রপ্তানিকারকরা। ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলে খোলা রয়েছে দেড় শতাধিক পোশাক কারখানা।

এ অবস্থায় কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জুলাই-আগস্টের অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে আসবে আশা করা হলেও বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন পোশাক শ্রমিকরা। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে।

ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রফতানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলেও খোলা আছে বেশ কিছু কারখানা। শুধু ছুটির দিন নয়; ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে অনেক পোশাক কারখানা। কারণ বড়দিনকে সামনে রেখের পশ্চিমা অর্ডার ও আসন্ন শরৎ ও শীতের রপ্তানি আদেশ নিশ্চিত করতে চাইছেন রপ্তানিকারকরা।

পাশাপাশি দেশের পোশাক রপ্তানিকারকরা দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখতে সাব-কন্ট্রাক্টরদের দিকে ঝুঁকছেন। বিদেশি বিক্রেতাদের কাছে তারা রপ্তানির মেয়াদ বাড়ানোর অনুরোধ করছেন।

ভারতীয় রেটিং এজেন্সি কেয়ারএজ রেটিংসের মতে, এই সংকট যদি এক থেকে দুই বছরের বেশি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আদেশের প্রায় ১০ শতাংশ ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোতে চলে যেতে পারে।

বর্তমানে অনেক রপ্তানিকারক আশঙ্কা করছেন, উৎপাদন বিলম্বের কারণে তাদের বড় ধরনের ছাড় দিতে হবে বা উড়োজাহাজে পণ্য পাঠাতে হবে। এতে পণ্যপরিবহন খরচ অনেক বাড়বে। এমনকি কিছু রপ্তানি আদেশ বাতিলের আশঙ্কাও দেখা দিয়েছে।

এ অবস্থায় তারা বলছেন, বিদেশি খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো যদি শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক পরিবর্তনের কথা বিবেচনা করে মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়, তাহলে বিরূপ প্রভাব এড়াতে পারবেন তারা।

এদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বুধবার জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাত ১০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। কারণ অনেক কারখানা পণ্য উৎপাদন করতে ও সময়মতো সরবরাহ করতে পারেনি। এমনকি ক্রেতারা কারখানা পরিদর্শন করতে পারেনি। তবে যেহেতু পোশাক খাতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে, তাই সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার বা সোমবার বড় খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা।

Share this news on:

সর্বশেষ

img
অক্ষয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ প্রযোজক শৈলেন্দ্রের Jan 30, 2026
img
চাঁদপুর-৩ আসনে ‘ধানের শীষ’ প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন Jan 30, 2026
img
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসী আটক Jan 30, 2026
img
সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ Jan 30, 2026
img
নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় রেকর্ড সংখ্যক বিজিবি মোতায়েন Jan 30, 2026
img
দামী গাড়ি ছেড়ে এখন ট্যাক্সিতে উঠেছেন গোবিন্দ! Jan 30, 2026
img

পঞ্চগড়-১ আসন

পক্ষপাতের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি Jan 30, 2026
img
রণবীর সরে যাওয়ার পর ‘ডন ৩’-এর হিরো কী তবে শাহরুখ? Jan 30, 2026
img
ফেনীতে জামায়াতের সমাবেশ শুরু, যোগ দেবেন ডা. শফিকুর রহমান Jan 30, 2026
img
চট্টগ্রাম বিভাগে শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু আজ Jan 30, 2026
img
উয়েফা ইউরোপা লিগে প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাস্টন ভিলার জয় Jan 30, 2026
img
নোয়াখালীতে ১১ দলীয় জোটের জনসভা আজ, যোগ দেবেন জামায়াত আমির Jan 30, 2026
img
পরেশ নন, ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং শুরু না হওয়ার নেপথ্যে রয়েছে অন্য কারণ Jan 30, 2026
img
‘জীবনটা ১২ ঘণ্টার মধ্যে বদলে গেছে’ Jan 30, 2026
img
আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Jan 30, 2026
img
আফতাবনগরে নাহিদ ইসলামের গণসংযোগ Jan 30, 2026
img
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Jan 30, 2026
img
আপনাদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, ব্যবসায়ীদের উদ্দেশে জামায়াত আমির Jan 30, 2026
img
আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান Jan 30, 2026
img

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে

অন্যের জমিতে নির্বাচনি অফিস, জামায়াত প্রার্থীকে শোকজ Jan 30, 2026