কানপুর টেস্টের প্রথম দিনে মোটে খেলা হয়েছে ৩৫ ওভার। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার পর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাগড়া দেয়নি বৃষ্টি। দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভার হতে দ্বিতীয়বারের মতো বৃষ্টি নামে। যার ফলে আর মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। এমন বৃষ্টি থাকতে পারে আরও দুদিন। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধায় সঠিক সময় শুরু হয়নি খেলা।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও রাতভর বৃষ্টির কারণে সেটি শুরু করা যায়নি। আপাতত পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা রয়েছে। কখন শুরু হবে খেলা, সেটাও বলা মুশফিক। সবমিলিয়ে এই টেস্টের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বেরসিক বৃষ্টি।
বৈরি আবহাওয়ায় ৩৫ ওভারেই প্রথম দিন শেষ
কানপুর টেস্টে যে দাপট দেখাবে বৃষ্টি, সেই পূর্বাভাস ছিল আগেই। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ইতি ঘটে বিকেল তিনটার আগে। লড়াই শুরুর আগেই যেন দর্শকদের আনন্দে ভাটা নামে। টস হেরে ব্যাটিং করতে নেমে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটিং করছেন।