ব্যাংকে স্থায়ী আমানত রেখে বিপদে চট্টগ্রাম বন্দর

স্থায়ী আমানত ১৩শ কোটি টাকা তুলতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিভিন্ন ব্যাংকে রাখা এই টাকার ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছে। বারবার চিঠি দেয়া সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম বন্দর।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মোট আয়ের ৫০ শতাংশ সরকারি ব্যাংকে ও বাকি ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা ১৩০০ কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুর্বল ব্যাংকগুলো স্থায়ী আমানতের টাকা এখন আর ফেরত দিতে পারছে না।

ডিসেম্বরের মধ্যে সব টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ১৮ কোটি টাকা, তাও আবার একটি ব্যাংক থেকে। চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, এস আলমের মালিকানাধীন চারটি ব্যাংকে ৯২৭ কোটিসহ স্থায়ী আমানত হিসাবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত ১ হাজার ৩০০ কোটি টাকা আটকে আছে। ২০২৪ এর সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেয়ার পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও বৈঠক করে ওই স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ।

টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠিও দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেও পরে সময় বাড়ানোর আবেদন করেছে। মূলত টাকা দিতে তারা গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলো গ্যারেন্টার, তাই তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

মূলত আমদানি-রফতানি বাণিজ্যের কনটেইনার ও পণ্য হ্যান্ডলিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত ১ হাজার কোটি টাকা জমা হিসাবে থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে, এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসেবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
ইনজুরিতে ম্যাচ না খেললেও পার্টিতে যেতে ভোলেন না নেইমার Mar 12, 2025
img
আমি কোনও আলোচনা করব না, আপনার যা ইচ্ছা তাই করুন: মাসুদ পেজেশকিয়ান Mar 12, 2025
img
গাড়ি চালাতে জানেন না ট্রাম্প, অথচ কিনলেন লাল টুকটুকে টেসলা! Mar 12, 2025
img
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন Mar 12, 2025
img
একদিনে ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করেছে সৌদি আরব Mar 12, 2025
img
সিকিমে প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা Mar 12, 2025
img
প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর Mar 12, 2025
img
শিক্ষার্থীরা কবে নাগাদ সব পাঠ্যবই হাতে পাবে জানালো এনসিটিবি Mar 12, 2025
img
সাবেক আইজি শহীদুলের বাড়ি কানাডা জার্মানি Mar 12, 2025
img
সকাল থেকে ছিলেন হাসপাতালে, রাতে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া Mar 12, 2025