রমজান উপলক্ষ্যে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়।তবে বেলা ১১টা থেকে পণ্য বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

এ বিষয়ে টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, প্রথম দিন ব্যাংক ড্রাফট করতে গিয়ে ডিলারদের দেরি হয়ে যায়। এ কারণে বেলা ১১টা থেকে টিসিবির পণ্য বিক্রি শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা থেকে পণ্য বিক্রি শুরু করা হয়।

তিনি জানান, রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ পাঁচটি মোড়ে ট্রাকে করে পণ্য বিক্রি হয়েছে। প্রতি ট্রাকে ১ হাজার ৪০০ কেজি পণ্য থাকবে। এর মধ্যে চিনি ৫০০ কেজি, সয়াবিন তেল ৫০০ লিটার ও মসুর ডাল থাকবে ৪০০ কেজি।

প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করা হচ্ছে। চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪৭ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও মসুর ডাল ৪৪ টাকা। তবে রমজানের পাঁচ দিন আগে থেকে ছোলা ও খেজুর বিক্রিও শুরু করবে টিসিবি। তখন ৬০ টাকায় ছোলা ও ১৩৫ টাকায় খেজুর কিনতে পারবেন ক্রেতারা।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: