বিপিএল মানেই উত্তেজনা, তবে এবার আলোচনার কেন্দ্রে খেলা নয়, ম্যাচ ফিক্সিং। ফিক্সিং সন্দেহে নাম জড়িয়েছে একাধিক ক্রিকেটারের, যার মধ্যে অন্যতম এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন।
একাদশ বিপিএলে ম্যাচ ফিক্সিং অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় চলছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে রাজশাহী কিংসের ব্যাটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নামও এসেছে ফিক্সিং বিতর্কে। তবে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এক ভিডিও বার্তায় মিঠুন বলেন, আমি জানি আমি কী করেছি। আমার পরিবার ও বন্ধুরা জানে। কিন্তু দুনিয়া জানে না। একটি ভিউয়ের জন্য নিউজ করলে আমার ১৫ বছরের সম্মানহানি হয়। যা আমার কাছে ৫০ কোটি টাকার চেয়েও মূল্যবান।
বিপিএলের একাধিক ম্যাচে সন্দেহজনক কিছু ঘটনার কথা বলছেন বিশেষজ্ঞরা। এমনকি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকরাও ফিক্সিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
তবে, বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।
টিএ/