রাজধানীর জেসিআই বাংলাদেশ ক্লাবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সিনেট সদস্যগণদের সনদ প্রদান এবং পিন অলংকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে ২০২৪ সালের ২৫ জন নতুন সিনেট সদস্যগণদের সনদ প্রদান এবং পিন অলংকরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই সিনেট বাংলাদেশের প্রেসিডেন্ট সিনেটর এম কামরুল চৌধুরী। তিনি সভায় সংগঠনটির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সিনেট বাংলাদেশকে আরও গতিশীল ও কার্যকরী করতে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশ ট্রাস্ট চেয়ারপারসন সিনেটর এম সাখাওয়াত হোসেন মামুন, জেসিআই সিনেট বাংলাদেশের প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডর সিনেটর এম মসুদ মান্নান। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে জেসিআই সিনেট বাংলাদেশের কর্মপরিকল্পনা কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। নেতৃত্বের বিকাশ, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগের প্রসার এবং যুব নেতৃত্ব তৈরিতে জেসিআই সিনেট বাংলাদেশ কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিনেট বাংলাদেশের ঐক্য, নেতৃত্ব এবং সেবামূলক কার্যক্রমের প্রতিফলক স্বরূপ সিনেট বাংলাদেশ পতাকা উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে সিনেট বাংলাদেশ একটি নতুন অধ্যায় রচনা করল যেখানে সিনেটরগণ দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
টিএ/