আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া: মির্জা আব্বাস

"আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া," এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে ৯ ফেব্রুয়ারি এমন কথা বলেন তিনি। সেসময় তিনি তার বক্তব্যে একদিকে বিএনপির নির্বাচনী অবস্থান ব্যাখ্যা করেছেন, অন্যদিকে সরকারের কিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মির্জা আব্বাস আরো বলেন, দেশের ভরাডুবির ভয়ে কিছু দল এবং ব্যক্তি নির্বাচন চান না এবং কিছু কিছু গোষ্ঠী দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নানা উপায়ে বাতাস দিচ্ছে। তবে বিএনপি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং দেশে অশান্তি সৃষ্টির সুযোগ দেবে না বলে জানান তিনি।

মির্জা আব্বাসের মন্তব্য ছিল যে, বিদেশে বসে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী দেশের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি তরুণদের অতি উৎসাহী করে তুলছে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে তিনি দেশের জনগণ এবং বিশেষ করে তরুণদের সচেতন থাকার আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, বিএনপির উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে বিব্রত করা নয়, বরং সঠিক পথ প্রদর্শন করা। ৩১ দফার সংস্কারের রূপরেখা দিয়েই বিএনপি সরকারের সামনে তাদের সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছে। তিনি জানান, ২০২৩ সালে বিএনপি এসব সংস্কারের কথা উল্লেখ করে সরকারকে সতর্ক করেছিল।

অবশেষে, মির্জা আব্বাস অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করার চেষ্টা করছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, যার উদ্দেশ্য দলটির সুনাম ক্ষুণ্ণ করা।

মির্জা আব্বাস তার বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন, দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেশবাসীকে সতর্ক থাকার এবং বিএনপির সংস্কারের উদ্যোগের প্রতি সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার Mar 18, 2025
img
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে: প্রিন্স Mar 18, 2025
যুক্তরাষ্ট্রকে ক"টা"ক্ষ করে যা বললেন কঙ্গনা Mar 18, 2025
ডা'র্টি পিকচারে অভিনয়ের পর বিদ্যাকে যা বলেছিলেন তার বাবা-মা Mar 18, 2025
প্রাক্তনের সংসারে আ'''গু'ন লাগাতে চান না সুবাহ Mar 18, 2025
ভারতের অনুপস্থিতিতে বড় অঙ্কের আর্থিক ক্ষ"তির মুখে আয়োজকরা Mar 18, 2025
বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান Mar 18, 2025
img
ইতালিতে বাংলাদেশি মুসলিমদের জন্য হচ্ছে আলাদা কবরস্থান! Mar 18, 2025
img
গত ৭ মাসে দেশে কোনো সংস্কারই হয়নি: দুলু Mar 18, 2025
img
এবার ফল আমদানিতে শুল্ক কমল Mar 18, 2025