‘নির্দিষ্ট সময়ে এসডিজির সব সূচকে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমানে দেশের আর্থসামাজিক অগ্রগতি যে হারে বৃদ্ধি পাচ্ছে , সেটি অব্যাহত থাকলে নিদিষ্ট সময়েই এসডিজির সব সূচকে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে ।

শনিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় তিনি একথা বলেন ।

আবুল কালাম বলেন, নারীর ক্ষমতায়ন দ্রুতগতিতে বাড়ছে। বর্তমানে যে গতিতে অর্থনীতি এগিয়ে যাচ্ছে এটি আরও ত্বরান্বিত হবে।

তিনি বলেন, ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল ৬১৫ ডলার। সেটি এখন দাঁড়িয়েছে ১৯০৯ মার্কিন ডলার। ২০০৫ সালে মাতৃমৃত্যু হার ছিল ৩ দশমিক ৪৮ শতাংশ, ২০১৮ সালে সেটি হয়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭২ শতাংশ। ২০০৮ সালে গড় আয়ু ছিল ৬৯ বছর, ২০১৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরে। ২০০৮ সালে দেশের রফতানি আয় ছিল ২৩ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আরও বলেন, জিডিপির আকার ২০০৮ সালে ছিল ৯১ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৮ সালে সেটি দাঁড়িয়েছে ২৮০ বিলিয়ন ডলারে । ২০০৮ সালে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ৩ হাজার ২৬৪ মেগাওয়াট। সেখানে ২০১৮ সালে উৎপাদনের সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭৫ মেগাওয়াট। বুধবার প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের পরিচালক আকবর হোসেন প্রমুখ।

কর্মশালা শেষে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে প্রকাশিত‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ বিষয়ের দ্বিতীয় প্রকাশনা ‘উন্নয়ন সোপানে বাংলাদেশ-২’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on: