শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানি চলছে

শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনসহ (পেট্রোবাংলা) দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। বাংলামোটরের বিয়াম অডিটোরিয়ামে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ শুনানি শুরু হয়।

বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। এরপর তিতাস গ্যাস কোম্পানিসহ সরকারি ছয়টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে। আবেদনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা এবং ক্যাপটিভের দাম ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়।

গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয়, গ্যাসের দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারকে বিশাল টাকা ভর্তুকি দিতে হবে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা রয়েছে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। দেশি গ্যাস ফিল্ডগুলো থেকে আসছে অর্ধেকের মতো। আর ২৫ শতাংশ এলএনজি আমদানি করে জোগান দেওয়া হচ্ছে।

পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে ৬৫ টাকা ৭০ পয়সা। ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে তা দাঁড়ায় ৭৫ টাকা ৭২ পয়সা। এজন্য দামের পার্থক্য কমাতে গ্যাসের মূল্য বাড়াতে হবে।

প্রস্তাবে আরও বলা হয়, দেশি গ্যাস সরবরাহের পরিমাণ ক্রমেই কমে যাওয়ায় শিল্প ও ক্যাপটিভ বিদ্যুতে সর্বাধিক প্রভাব পড়েছে। চাহিদা মেটাতে দেশি গ্যাসের সঙ্গে ২৫ শতাংশ এলএনজি আমদানি করে সরবরাহ করা হচ্ছে। আগামীতে এলএনজি আমদানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পেট্রোবাংলার প্রস্তাব পাওয়ার পর বিইআরসির পক্ষ থেকে বিতরণ কোম্পানিগুলোর কাছে প্রস্তাব চেয়ে চিঠি দেওয়া হয়। কোম্পানিগুলো পেট্রোবাংলার নির্দেশনা অনুসরণ করে প্রস্তাব জমা দেয়। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি এখন এসব প্রস্তাব মূল্যায়ন করছে।

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য করবে পাকিস্তান:পাকিস্তান হাইকমিশনার Feb 26, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে অনীহা, পাকিস্তানে শতাধিক পুলিশ বরখাস্ত Feb 26, 2025
img
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম Feb 26, 2025
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট আটকে দিয়েছে আহতরা Feb 26, 2025
অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল Feb 26, 2025
কোন পণ্যের মূল্য বৃদ্ধি হলে তার ব্যবহারকারী কমে আসে Feb 26, 2025
আজহারুল ইসলামের আপিল শুনানির অনুমতি দিলো সুপ্রিম কোর্ট Feb 26, 2025
img
পাকিস্তানের বিশাল এই বিমানবন্দরে যাত্রী নেই কেন? Feb 26, 2025
img
ডেভিল হান্টে সারা দেশে গ্রেফতার ১০ হাজার ছাড়াল Feb 26, 2025
img
কুম্ভে পুজো সঙ্গমে নাম লেখালেন ক্যাটরিনা Feb 26, 2025