বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য করবে পাকিস্তান:পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে বিনাশুল্কে পণ্য আমদানি ও রপ্তানি করবে পাকিস্তান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে নানা সহযোগিতা ও অঙ্গীকারের কথা জানান তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী সভার সভাপতিত্ব করেন। এতে এ অঞ্চলের ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। উভয়ের অর্থনৈতিক উন্নতিতে দুই দেশ কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতেও উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। এতে তিনি খুশি তবে আরও দৃঢ় সম্পর্কের প্রত্যাশা জানান তিনি।

তিনি বলেন, আমরা এখানে কিছু আইডিয়া নিয়ে আলোচনা করেছি যেমন বাংলাদেশে পাকিস্তানি পণ্যের শুল্কমুক্ত রপ্তানি। এ বিষয়গুলো সরকারি পর্যায়ে এবং উপযুক্ত ফোরামে আলোচনা করা দরকার। এ বিষয়ে কিছু করতে পারি কিনা তা দেখার জন্য আমরা অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করব। তবে সব মিলিয়ে আমি খুব খুশি যে বিষয়গুলো এগিয়ে চলেছে এবং তা নিয়ে মানুষ দুদেশের অর্থনৈতিক বাণিজ্য খুঁজছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। শুল্কমুক্ত পণ্য বাংলাদেশে রপ্তানিতে পাকিস্তান সরকার কাজ করছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যেসব পণ্যের চাহিদা রয়েছে সেগুলো যাচাই করতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে বিষয়টি তিনি জানাবেন।
মতবিনিময় সভা শেষে রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।

তিনদিনের সফরে আজ দুপুরে রংপুরে এসেছেন পাকিস্তানের হাইকমিশনার। আগামী দুদিন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করবেন।

Share this news on:

সর্বশেষ

img
গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে : মঞ্জু Nov 07, 2025
img
আগামীর বাংলাদেশও তরুণদের হাত ধরেই গড়ে উঠবে : জামায়াত আমির Nov 07, 2025
img
মেক্সিকোর প্রেসিডেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করল পেরু Nov 07, 2025
img
ছয় ছবিতে একসঙ্গে কীর্তি সুরেশ, নতুন রূপে ফিরছেন পর্দায়! Nov 07, 2025
'দিল্লির বিরুদ্ধে কাজ করা মানে আমরা সঠিক পথে আছি' Nov 07, 2025
img
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই : জয়ন্ত কুমার Nov 07, 2025
img
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Nov 07, 2025
img
হারিয়ে যাওয়া আসনগুলো ফিরিয়ে আনতে হবে: রিতা Nov 07, 2025
ব্যর্থতার পর সাফল্যের গল্প লিখছেন ভ্লগার ফারাহ Nov 07, 2025
প্রেমের সুরে ভাইরাল ‘চিকিরি’ প্রোমো Nov 07, 2025
যৌন হয়রানি ইস্যুতে বিসিবির বাইরে স্বাধীন তদন্ত চান তামিম Nov 07, 2025
ফ্যাসিবাদী কাঠামো এখনও রয়ে গেছে, দাবি নাহিদ ইসলামের Nov 07, 2025
img
বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উদ্যোগ ও অগ্রগতির প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি Nov 07, 2025
img
মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে গিয়ে পুনর্বিবেচনার আবেদন বিএনপি নেতার Nov 07, 2025
img
ভালো মানুষকে ভোট দিন, দেশও ভালো হবে : নুর Nov 07, 2025
img
প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের সুপারিশ Nov 07, 2025
img
বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে: রিজভী Nov 07, 2025
img
বেলিংহ্যাম ও ফোডেনকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের Nov 07, 2025
img
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর Nov 07, 2025
img
আ. লীগের যারা কোনো জুলুম করেনি তাদের পাশে আমরা থাকব : রাশেদ খান Nov 07, 2025