মেডিকেলে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় শিক্ষকের কাছে হেনস্তার গল্প এবার সামনে আনলেন নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি টকশোতে এসে মিষ্টি জান্নাত বলেছেন, এক শিক্ষক তাকে আপত্তিকর ভিডিও দেখিয়েছেন। এরপর সেটার বিচার নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলেন নায়িকা। এখন কি সেই শিক্ষকের নাম প্রকাশ করবেন তিনি এমন প্রশ্ন ছড়েন টকশোতে।
নায়িকা বলেন , আমি যখন মেডিকেলে ফাস্ট ইয়ারে পড়তাম আমিতো তখন খুব সুন্দর ছিলাম, জিন্স, টাউজার ওয়েস্টার্ন পড়তাম। আমার স্যাররা ভেবেছিল আমি মিডেল ইস্ট কান্ট্রি থেকে আসছিলাম।
আমাকে বলতো আমি মডেলিং করতে আসছিলাম কিনা।এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে ওনাকে একদিন রুমে ডেকে নিয়ে প্রভা আপুর ওই ভিডিও দেখাচ্ছে।এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল।সে এখনো একজন টিচার সে এখন বারডেমে আছে ।
আপনার কি মনে হয় না ওনার নাম প্রকাশ করা উচিত প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, আমি ক্ষমা করে দিয়েছি।আমি পরে প্রিন্সিপালকে কমপ্লেইন করেছি।ওনি বললেন এমন ফালতু জিনিস নিয়ে চলে এসেছ।
মিষ্টি জান্নাত ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ । ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত্য চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত। চিকিৎসা কাজের প্রয়োজনে প্রায়ই সংযুক্ত আরব আমিরাত সফর করেন তিনি। উপস্থাপক জয় ও নায়ক শাকিব খানকে নিয়েও তিনি আলোচনায় এসেছিলেন।