স্থায়ীভাবে বন্ধ বেক্সিমকোর ১৪ কারখানা, সব শ্রমিক ছাঁটাই

গাজীপুরের কাশিমপুর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বিভাগের ১৪ কারখানা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সব শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ( প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে ওই ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেড (ইয়ার্ন ইউনিট-১ ব্যতীত) ও এর সংশ্লিষ্ট অন্য ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত বছরের ১৬ ডিসেম্বর এবং ৫ ফেব্রুয়ারি হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানাসমূহ লে-অফ ঘোষণা করা হয়।

কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাসমূহ ১৬(৭) ধারা এবং তদনুযায়ী ২০(৩) ধারা মোতাবেক কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানসমূহের সব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। ছাঁটাইকৃত সব শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সব প্রাপ্য পাওনাদি প্রদান করা হবে। এই প্রাপ্য পাওনাদি আগামী ৯ মার্চ হতে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ ১৬ টি কারখানা দাবি করলেও প্রকৃকপক্ষে কারখানার পাওয়া গেছে ১৪টি।

ওই ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share this news on: