টাক পড়া অনেকের ক্ষেত্রেই জেনেটিক হতে পারে, তবে অনেকেই আগেভাগেই এই সমস্যার মুখোমুখি হন।
বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি শুরুতে বোঝা কঠিন হয়ে পড়ে, কারণ ব্যস্ততার কারণে তারা চুলের যত্ন নিতে সময় পান না বা অবহেলা করেন। পরে যখন টাক স্পষ্ট হতে শুরু করে, তখন অস্বস্তিতে পড়েন।
অনেকেই চুল পড়া রোধে বিভিন্ন চিকিৎসা ও পদ্ধতি ব্যবহার করেন, তবে সব ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না। তাই আগেভাগেই কিছু লক্ষণ বুঝতে পারলে সমস্যা মোকাবিলা করা সহজ হতে পারে।
কিন্তু সেটা অতিরিক্ত নয় তো? কী করে বুঝবেন, টাক পড়তে শুরু করেছে? চলুন, জেনে নেওয়া যাক
টাকের উপসর্গ
চুলের ঘনত্ব কমে যাওয়া টাক পড়ার অন্যতম উপসর্গ। শুধু ঘনত্ব কমে যাওয়া বললে হয়তো ভুল হবে, অনেক সময়ই আগের তুলনায় চুল সরু হয়ে যায়। দুর্বল হয়ে পড়া। এটিকে অবহেলা করলে মুশকিল।
একটি বয়সের পর এমনটা হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শুরুর দিকে কপালের দু-পাশ থেকে চুল কমতে থাকে। ধীরে ধীরে তা উপরের দিকেও।
শুধু যে কপালের দিক থেকেই চুল পড়ার শুরু হয় তা নয়। অনেকের ক্ষেত্রে মাথার মাঝখান থেকেও চুল কমতে থাকে।
যা অনেক সময়ই নজর এড়িয়ে যায় বা কেউ খেয়াল করেন না। চুলের গোড়া দুর্বল হলে এমন পরিস্থিতি হতে পারে।
চুল সাদা হয়ে যাওয়া অন্যতম উপসর্গ। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বয়স ৩০ পেরোতেই বেশ কিছু চুল সাদা হয়ে গিয়েছে। এটিও কিন্তু ইঙ্গিত দেয় টাক পড়ার।