খুশকির সমস্যায় ভুগছেন অনেকেই, এবং সাধারণ তেল বা শ্যাম্পু তেমন উপকারে আসে না। এর জন্য অনেকেই খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করেন, তবে এর মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলি মাথার ত্বকের নিজস্ব তেল ধুয়ে ফেলে, যার ফলে চুল হয়ে পড়ে রুক্ষ ও নিষ্প্রাণ।
এখন, নিম পাতা দিয়ে খুশকি রোধ করা যায় সহজে এবং প্রাকৃতিকভাবে। নিম পাতার মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকি দূর করতে সহায়ক। এটি ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করে।
তবে খুশকি তাড়ানোর অন্য উপায়ও রয়েছে। অনেকেই জানেন, এ ক্ষেত্রে নিম বেশ কার্যকরী। নিমের তেল মাখলে বা নিমপাতা ফোটানো জল দিয়ে চুল ধুলে মাথার ত্বকের এমন সমস্যা রোধ করা যায়। তবে অনেকেই হয়তো তা নাও জেনে থাকতে পারেন। নিম দিয়ে বাড়িতে শ্যাম্পু বানানোর
পদ্ধতি জানা না থাকলে জেনে নিন এখনই!
নিমপাতা দিয়ে ঘরোয়া শ্যাম্পু তৈরির সহজ পদ্ধতি
যা যা লাগবে:
• ৭-৮টি রিঠা
• এক মুঠো শুকনো আমলকি
• এক মুঠো নিমপাতা
• পর্যাপ্ত পরিমাণে পানি
যেভাবে বানাবেন:
১) প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিন। ।
২) এরপর তাতে ৭-৮টি রিঠা দিন এবং আঁচ কমিয়ে দিন।
৩) রোদে শুকনো করা এক মুঠো আমলকি দিয়ে দিন পানিতে।
৪) এই মিশ্রণ ১০ মিনিট ভালো করে ফুটিয়ে নিন।
৫) শেষে এক মুঠো নিমপাতা দিয়ে গ্যাস বন্ধ করুন এবং পাত্রটি ৫ মিনিট ঢেকে রাখুন।
৬) মিশ্রণ ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকে নিন।
৭) তারপর ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে তরলটা আলাদা করে নিন।
যেভাবে ব্যবহার করবেন:
প্রথমে চুল ভিজিয়ে নিন।
• প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন। তার পর এই নিমের তরল মিশ্রণ মাথার ত্বকে মেখে নিন।
• হাতের আঙুল দিয়ে মাসাজ করুন কিছুক্ষণ। পুরো চুলে ওই তরল মেখে রাখুন।
• কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
কিন্তু হাতে যদি এত সময় না থাকে তা হলে কী করবেন?
নিত্য ব্যবহারের যে কোনও শ্যাম্পুর সঙ্গে অল্প নিমপাতা ফোটানো জল বা নিমপাতা গুঁড়ো মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ দিয়ে শ্যাম্পু করুন। খুশকি, মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ কিংবা পরজীবীর উপদ্রবের সমস্যাই থাকবে না।