এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বেড়েছে আকাশচুম্বী

দেশের শেয়ারবাজারে দ্রুত বাড়ছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দাম। মাত্র ১০ দিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় আড়াইগুণ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই থেকে একাধিকবার সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে। কিন্তু তাতে কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা থামেনি।

বরং গত সপ্তাহজুড়েও এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে ছিল। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসই দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার। এর মাধ্যমে পরপর দুই সপ্তাহ দাম বাড়ার শীর্ষ স্থানটি ধরে রাখলো কোম্পানিটি।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৩ দশমিক ২৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৮০ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৫৭ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বাড়ে ৫৫ কোটি ৮ লাখ ৭৮ হাজার ১৬০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শুরুতে ছিল ৯ টাকা ৮০ পয়সা।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৯ টাকা ৮০ পয়সা থেকে ২৩ টাকা ৬০ পয়সা হয়েছে। এ হিসাবে দুই সপ্তাহে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা। এই দাম বাড়ার হার ১৪০ দশমিক ৮২ শতাংশ।

অন্যভাবে বলা যায় কোনো বিনিয়োগকারী দুই সপ্তাহ আগে কোম্পানিটির ১ লাখ টাকার শেয়ার কিনলে এখন তার দাম ২ লাখ ৪০ হাজার ৮১৬ টাকা। দুই সপ্তাহের শেয়ারবাজারে লেনদেন হয় ১০ কার্যদিবস। এ হিসাবে ১০ দিনেই এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারে বিনিয়োগ করে টাকা প্রায় আড়াইগুণ হয়ে গেছে। অথবা ১ লাখ টাকা বিনিয়োগ করে ১০ দিনেই ১ লাখ ৪০ হাজার টাকা মুনাফা পাওয়া গেছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৪৮ দশমিক ৫০ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ১৭ দশমিক ৪৫ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ আছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। ৩৭ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এরামিট সিমেন্ট।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আরএসআরএম স্টিলের ৩১ দশমিক ৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬ দশমিক ৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২০ দশমিক ৪১ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ১৯ শতাংশ, ইউসিবি’র ১৮ দশমিক ৮৯ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ১৭ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।

Share this news on:

সর্বশেষ

img
জুলাইয়ের গণঅভ্যুত্থান কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় : উমামা ফাতেমা Jul 03, 2025
img
বিতর্কের মাঝে দেশাত্মবোধক সিনেমায় দিলজিৎ Jul 03, 2025
img
পুরনো বন্দোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে, বন্দোবস্ত পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
চলমান সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা Jul 03, 2025
img
অন্তর্বর্তী সরকারের সংস্কারে জাইকার সহযোগিতার প্রতিশ্রুতি Jul 03, 2025
img
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারভিন: ইমরান হাসমি Jul 03, 2025
img
তরুণদের সুপারহিরো না হওয়ার উপদেশ ব্র্যাড পিটের Jul 03, 2025
img
ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না : প্রিন্স Jul 03, 2025
img
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু Jul 03, 2025
img
পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শার্লিজের Jul 03, 2025
পঞ্চগড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে যা বললেন নাহিদ Jul 03, 2025
ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডে জড়িত ৩ জনের যাবজ্জীবন,৪ জন খালাস Jul 03, 2025
ভ্রমণ নিষেধাজ্ঞায় স্তব্ধ দেশের আন্তর্জাতিক পর্যটন! Jul 03, 2025
স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী! Jul 03, 2025
উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, বাগড়া দিলো চীন Jul 03, 2025
‘একটা সংলাপও ঠিকমতো বলতে পারো না’ ছেলেকে অমিতাভের খোঁচা Jul 03, 2025
img
সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই : ফারুক হাসান Jul 03, 2025
img
ইউক্রেনের হামলায় নিহত রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান Jul 03, 2025
img
‘গরুর মাংস খান রণবীর’, ভারতজুড়ে বি-র্ত-ক Jul 03, 2025
img
জায়েদ খানের সঙ্গে আসছেন অভিনেত্রী তানজিন তিশা Jul 03, 2025