স্বাস্থ্য খাতে ভেনেজুয়েলাকে ৯২ লাখ ডলার দিবে জাতিসংঘ

ভেনেজুয়েলার স্বাস্থ্য ও পুষ্টি খাতে জন্য ৯২ লাখ ডলার সহযোগিতার অনুমোদন দিয়েছে জাতিসংঘ।

সোমবার প্রথমবারের মতো অর্থনৈতিক সংকটে জর্জরিত এই দেশটিকে সহযোগিতার জন্য তহবিল অনুমোদন করেছে জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ভেনেজুয়েলাকে এই অর্থ দেয়া হচ্ছে। এই অর্থ পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবর্তী নারী ও সন্তানকে দুধ খাওয়ানো মায়েদের পুষ্টি প্রকল্পে ব্যয় করা হবে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক অর্থনীতির দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষুধা ও অনেক রোগ ছড়িয়ে পড়েছে। দেশটির জন্য জাতিসংঘের এটাই প্রথম জরুরি আর্থিক সহযোগিতা।

Share this news on: