বোতলজাত সয়াবিনের ‘সংকটের’ সুযোগে সানফ্লাওয়ার অয়েলের একচেটিয়া বাজার

খুচরা বাজারে এখনও পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কালেভদ্রে কোনো কোনো দোকানে ৫০০ মিলিলিটার এবং ১ ও ২ লিটার ওজনের সয়াবিন তেলের বোতল পাওয়া গেলেও সোনার হরিণ ৫ লিটারের বোতল। তবে বাজারজুড়ে অধিকাংশ মুদি দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরে দেশি-বিদেশি কোম্পানির চড়া দামের সানফ্লাওয়ার অয়েলের ছড়াছড়ি দেখা গেছে। সানফ্লাওয়ার অয়েলের পর্যাপ্ত সংখ্যক ছোট-বড় বোতল দোকানে দৃশ্যমান রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি, মানিকদী এবং মাটিকাটা এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। দেখা গেছে, দোকানগুলোতে ৫ লিটারের সয়াবিন তেলের কোনো বোতল দৃশ্যমান নেই। কিছু কিছু দোকানে ১ কিংবা ২ লিটারের বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের বোতল রাখা আছে। তবে সে সংখ্যা খুবই কম। আর ৫ লিটারের সয়াবিন তেলের বোতল একেবারেই নেই বলে ক্রেতাদের জানিয়ে দিচ্ছেন প্রায় সব দোকানদার। এর বিপরীতে দোকানের পণ্যের সারিতে দৃশ্যমান রাখা হয়েছে ৫ লিটার ওজনের সানফ্লাওয়ার অয়েল। ক্রেতারা এসে যখন দোকানদারের কাছে সয়াবিন তেলের ব্যাপারে জানতে চাইছেন তখন তারা ‘সানফ্লাওয়ার অয়েল’ দেখিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির সানফ্লাওয়ার অয়েল বাজারে রয়েছে।

দোকানগুলো ঘুরে দেখা গেছে, টিকে গ্রুপের ভিটালাইফ নামের ফর্টিফাইড এডিবল সানফ্লাওয়ার অয়েলের ৫ লিটারের বোতল ১ হাজার ৫০০ টাকা, কিংস সানফ্লাওয়ার নামের বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ৫ লিটারের বোতল ২ হাজার ১০০ টাকা, কারনেল ব্র্যান্ডের ৫ লিটার ও ১ লিটারের বোতল যথাক্রমে ২ হাজার ৩০০ টাকা এবং ৪২০ টাকা, বোর্জেস ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল ৫ লিটার ও ২ লিটারের বোতল যথাক্রমে ২ হাজার ৪৫০ টাকা এবং ৯৯৫ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

একইসঙ্গে ওলিটালিয়া, সানবিম, ফরচুন, ট্রুকো নামের বিভিন্ন ব্রান্ডের সানফ্লাওয়ার অয়েলেরও ব্যাপক ছড়াছড়ি দেখা গেছে।

দোকানিরা বলছেন, আমাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল পরিবেশকরা দিতে পারছেন না। এই সংকট গত ৪ মাস ধরে চলছে। এর বদলে সানফ্লাওয়ার অয়েল পাওয়া যাচ্ছে। আমরাও সেটাই বিক্রি করছি।
তবে বিষয়টি নিয়ে কথা বলতে বিরক্তি প্রকাশ করেন অধিকাংশ দোকানি। আব্দুল হান্নান নামের এক দোকানি বলেন, দশ কার্টন সয়াবিন তেল চাইলে পরিবেশকরা এক কার্টন দিচ্ছে। বাজারে কেন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না সেটি তারাই বলতে পারবেন। আমাদেরকে যা দেওয়া হয় আমরা ঠিক তাই বিক্রি করি।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এত দীর্ঘ সময়েও এই সংকটের সমাধান এবং সিন্ডিকেট ভাঙতে না পারাটা সরকারের ব্যর্থতা। বাজারে তেলের সরবরাহ কম হওয়ার সুযোগে অনেকেই বেশি দাম নিচ্ছেন। অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আবার দোকানগুলোতে খোলা তেল পাওয়া গেলেও তা অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ কষ্টে পড়েছে।

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স ও রিজার্ভের রেকর্ড নিয়ে নতুন অর্থবছরের যাত্রা Jul 02, 2025
img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025
আন্ডারওয়ার্ল্ডের ডাকে ছিলো, আমিরের স্পষ্ট জবাব Jul 01, 2025
img
অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কোনো ‘মনোমালিন্য’ নেই, জানালেন মিরাজ Jul 01, 2025
১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব Jul 01, 2025
গায়ের জোরে চাপা দেওয়া হয় পদ্মা সেতুর দুর্নীতি মামলা! Jul 01, 2025