বাজারে গত কয়েকদিনের তুলনায় কমেছে শসা ও বেগুনের দাম। তবে উত্তাপ ছড়াচ্ছে লেবুর দাম, প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। এদিকে, দাম না বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয় নি বোতলজাত সয়াবিন তেলের।
মঙ্গলবার (৪ মার্চ) রমজানের ৩য় দিনে কারওয়ানবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
খুচরা তেলের বাজারে দেখা মিলছে না প্রত্যাশিত ক্রেতার উপস্থিতি। মূলত গত কয়েকদিনে ভোজ্যতেলের বাজারে সরবরাহ সংকটের কারণে ক্রেতা উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম।
বিক্রেতারা জানান, সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে প্রস্তুতকারী কোম্পানিগুলো। তাদের কারসাজিতেই এমন সংকট তৈরি হয়েছে। এতে কমেছে বেচাকেনাও।
এদিকে, নাগালের বাইরে থাকলেও ৩য় রমজানে এসে কিছুটা কমেছে বাড়তি চাহিদা থাকা শসা ও বেগুনের দাম। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর বেগুন প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গতকাল ছিল ১৬০ থেকে ১৮০ টাকা।
তবে অন্য সব সবজির দাম নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী। প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। যার পেছনে বরাবরের মত সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। তারা বলছেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। সরবরাহ কম ও বেশি চাহিদা থাকায় দামও বেশি।
এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। তারা বলেন, রজমান এলে অন্যান্য দেশে পণ্যের দাম কমে। বাংলাদেশে হয় সেটির উল্টো। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে।
এসএন