রমজানে গরুর মাংস ৫২৫ টাকা, খাসি ৭৫০

আসন্ন রমজান উপলক্ষে বাজারে প্রতিকেজি দেশি গরুর মাংসের দাম সর্বোচ্চ ৫২৫ টাকা এবং খাসির মাংস ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার দুপুরে নগরভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মাংসের দাম নির্ধারণের কথা জানান মেয়র সাঈদ খোকন। সভায় ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত দাম অনুযায়ী, এবার রমজানে দেশি গরুর মাংস বিক্রি হবে প্রতি কেজি ৫২৫ টাকায়, যা গত বছর ছিল ৪৫০ টাকা। বিদেশি গরুর (বোল্ডার) মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৫০০ টাকায়, যা গত বছর ছিল ৪২০ টাকা। মহিষের মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৪৮০ টাকায়, যা গত বছর ছিল ৪২০ টাকা। খাসির মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৭৫০ টাকায়, যা গত বছর ছিল ৭২০ টাকা। ভেড়া বা ছাগীর মাংস নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬৫০ টাকা, যা গত বছরও একই দামে ছিল। রমজানে সাধারণ মাংসের দোকানের পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরেও সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করতে হবে।

বৈঠকে উপস্থিত মাংস ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তেই এই দাম নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে মেয়র সাইদ খোকন বলেন, নির্ধারিত দামের চেয়ে কোথাও বেশি দামে মাংস বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী মাংস বিক্রি করা যাবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমের দাবি, গাবতলী হাটের ইজারাদার নির্ধারিত ১০০ টাকার খাজনা এক হাজার টাকাও রাখা হচ্ছে। এ কারণে মাংসের দাম বেড়ে যায়। ফলে সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে যায়।

তিনি বলেন, বারবার অভিযোগ করার পরেও উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। এই সমস্যার যদি সমাধান করা যায়, তাহলে অনেক কম দামে মাংস বিক্রি করা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: