পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়

রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাজারে যেকোনো পণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য এই সেলে যোগাযোগ করতে বলা হয়েছে। সেলের ফোন নম্বরগুলো হচ্ছে- ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭৭৮৭২০৯।

রমজানে পণ্যের মজুত রয়েছে জানিয়ে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে। দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। এবার রমজানে মানুষের ওপর চাপ পড়বে না।

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন মন্ত্রী।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on: