দেশের শেয়ারবাজার পতন কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। অধিকাংশ ভালো কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে এবং লেনদেনের গতি বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সব মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
এদিন ডিএসইতে সব খাত মিলিয়ে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এসএস/এসএন