আছিয়ার মৃত্যুতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু ইতিহাসে করুণ সাক্ষী হয়ে থাকবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক ও প্রতিবাদের কথা জানান।

ওই পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ‘মানুষরূপী কিছু হায়েনার নিষ্ঠুর থাবায় অকালেই ঝরে গেল একটি সম্ভাবনাময় প্রাণ।এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। এই হৃদয়বিদারক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।’আছিয়ার পরিবারের প্রতি শোক জানিয়ে শিবির সভাপতি লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের নিষ্পাপ বোন আছিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।’

আজ দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা যায়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩ জন আটক Mar 22, 2025
img
আমার ছেলে আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন Mar 22, 2025
img
আ.লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদের বসানো হয়েছে: রাফি Mar 22, 2025
img
যারা আ.লীগের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: হুম্মাম Mar 22, 2025
img
পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের কোন সুযোগ যেন না পায়: তারেক রহমান Mar 22, 2025
img
রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলকে ‘অবকাশ যাপন কেন্দ্র’ বানাতে চান ট্রাম্প! Mar 22, 2025
img
বাংলাদেশিদের অভাবে জমেনি কলকাতার ঈদবাজার, মোদি-হাসিনাকে দুষছেন ব্যবসায়ীরা Mar 22, 2025
img
আওয়ামী ঘুড়ি বাংলাদেশে আর উড়তে দেওয়া হবে না: আসিফ মাহমুদ Mar 22, 2025
img
সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুরুল হক Mar 22, 2025
img
ড. ইউনূস ও মোদির বৈঠকের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি: রণধীর জয়সওয়াল Mar 22, 2025