বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা, যার পায়ের জাদুতে মুগ্ধ হন কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের ফুটবল নৈপুণ্যে মাতেন পুরো দুনিয়া। শুধু ফুটবলই নয়, আর্জেন্টিনার মাঠের লড়াইও আলবিসেলেস্তে দলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায়, এমনকি হাজার মাইল দূরের উপমহাদেশেও। আর মজার বিষয় হলো, আর্জেন্টিনা শুধু ফুটবল নয়, ক্রিকেটেও বেশ দক্ষ।

এমনকি আর্জেন্টিনায় নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এর আগে দুই ম্যাচে এক জয়ের বিপরীতে এক হার আর্জেন্টিনার। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ