রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারে ফিরে যেতে চায়। এজন্য মায়ানমারে শান্তি পুনপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মায়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। যত দেশ সম্ভব আমি কথা বলবো, যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে।’

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে, এমনটি প্রত্যাশা করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো আওয়াজ তুলবো। কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।’

এর আগে, দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বলিউড ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড প্রিয়াঙ্কার Mar 14, 2025
img
নির্বাচিত শাসনে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: প্রিন্স Mar 14, 2025
img
যুদ্ধবিরতি প্রসঙ্গে পুতিনের মন্তব্যকে ‘ছলনা’ বললেন জেলেনস্কি Mar 14, 2025
img
রূপের রহস্য জানালেন পরীমণি Mar 14, 2025
img
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি Mar 14, 2025
img
যেকারনে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে! Mar 14, 2025
রোহিঙ্গাদের মানবিক সহায়তা হ্রাসে গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের Mar 14, 2025
যতো দ্রুত সম্ভব শরণার্থীদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে Mar 14, 2025
মিরপুর থেকে উত্তরা যেতে সময় লাগবে ১০ মিনিট Mar 14, 2025
রেল টিকিট নিয়ে কারসাজি, নাগাল পাচ্ছে না সাধারন মানুষ Mar 14, 2025