সিলেটে পাঁচ ‘হিন্দু রেস্টুরেন্টে’ হামলা, পুলিশ বললেন সত্যতা মেলেনি

সিলেটে রমজান মাসে ‘হিন্দু রেস্টুরেন্ট’র ব্যানারে মুসলমানদের কাছে খাবার বিক্রির অভিযোগ তুলে পাঁচ রেস্টুরেন্টে হামলা চালিয়েছেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার দুপুরে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, কদমতলী বাস টার্মিনালের কয়েকটি রেস্টুরেন্টে রমজান মাসে পর্দা টানিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কৃষ্ণ দাস, সুজন দাস ও রঙ্গলাল দাসসহ পাঁচ ব্যক্তি বাস টার্মিনালের ভেতরে পর্দা দিয়ে আড়াল করা এই পাঁচটি রেস্টুরেন্ট চালাচ্ছিলেন। তবে অভিযোগ ওঠে এসব রেস্টুরেন্টে মুসলিম সম্প্রদায়ের লোকজনও খাবার খেতে যান। এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক মিয়ার নেতৃত্বে একদল শ্রমিক পাঁচ রেস্টুরেন্টে হামলা চালান। এসময় তারা হোটেলের খাবার সামগ্রী ফেলে দেন এবং সামনে টানানো পর্দা টেনে খুলে ফেলেন।

একটি রেস্টুরেন্টর পরিচালক কৃষ্ণ দাস বলেন, রেস্টুরেন্টে শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনই খাবার খেয়ে থাকেন। কিন্তু না বুঝে পরিবহন শ্রমিকরা হামলা চালিয়েছেন। বিগত পঁচিশ বছর ধরে আমি রমজানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য রেস্টুরেন্ট চালাচ্ছি। কখনো এমন হামলার ঘটনা ঘটেনি।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক বলেন, হিন্দু রেস্টুরেন্টের নামে পর্দা টানিয়ে মুসলমানদের খাওয়ানো হচ্ছিল। তাই তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। পর্দা না টানিয়ে রেস্টুরেন্ট খোলা রাখতে তাদেরকে বলা হয়েছে। যাতে ভেতরে কারা খাবার খাচ্ছে তা লোকজন দেখতে পারে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু হামলার কোনো সত্যতা পাওয়া যায়নি। ব্যবসায়ীরাও এরকম অভিযোগ করেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: