জিপি এক্সেলারেটর ২.০ ঢাকা অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত

ধানমন্ডি ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়েছে জিপি এক্সেলারেটর ২.০ এর ঢাকা অঞ্চলের বাছাইপর্ব । জিপি এক্সেলারেটর ২.০ এর আওতায় এবারই প্রথম সারা দেশে কমিউনিটি বিল্ডার নিয়োগ দেয়া হয়।

ঢাকা অঞ্চলের কমিউনিটি বিল্ডার ডা. ফাহরিন হান্নান এর তত্ত্বাবধানে বাছাই পর্বে মোট ২৭টি আইডিয়া থেকে ১১জন এই লোকাল ফিনালে পিচ করবার জন্য মনোনয়ন পায়।

তুমুল প্রতিযোগিতা শেষে ফিনালে পাইসাইকেল, স্টাডি বাডি এবং কারিগর স্টোর বিজয়ী হয়।

গ্রামীণফোন এক্সেলারেটর ২.০ থেকে এবারই প্রথম উদ্যোক্তাদের জন্য আনা হয়েছে প্রি এক্সেলারেটর প্রোগ্রাম, যার আওতায় সারা দেশ থেকে ২৫টি আইডিয়া পাবে মেন্টরিং, জিপি হাউজে অফিসস্পেসসহ নেটওয়ার্ক তৈরি এবং আরো অনেক সুবিধা। যাতে করে নতুন উদ্যোক্তাদের আইডিয়াগুলো ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অকমা এডভাইজ এর এক্সিকিউটিভ কোচ আক্কি অকমা, বিশেষ অতিথি ছিলেন, সার্চ ইংলিশ এর ফাউন্ডার রাজিব আহমেদ, বিচারক এর দায়িত্বে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইনোভেশন এন্ড অন্ট্রারপ্রিউনারশিপ ডিপার্টমেন্ট হেড মো. শিবলি শাহরিয়ার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এর কনসালটেন্ট শাব্বির আহসান ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ