বাড়ি পরিষ্কার করার পরেও বাতাসে ধুলাবালি ঘরের কোণে ছড়িয়ে পড়ে। যদি বাড়িতে নির্মাণ কাজ হয়, তবে তো আর কথাই নেই। ধুলাবালি শুধু দেখতে খারাপ লাগে না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
বিশেষ করে যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। কিছু সহজ উপায় অবলম্বন করলে আপনি আপনার ঘর থেকে ধুলাবালি মুক্ত রাখতে পারেন।
ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন
ধুলা পরিষ্কার করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা। এটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেয়ে অনেক ভালো।
কারণ ভ্যাকুয়াম ক্লিনার মেশিনের মধ্যে ধুলা ও ময়লা টেনে নেয়। বিশেষ করে পর্দা, গদি, টেবিল এবং কোণার ময়লা পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার অত্যন্ত কার্যকর।
ধুলিকণা এড়াতে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। কাপড়ে সামান্য সাদা ভিনেগার যোগ করলে এটি ধুলিকণা ভালোভাবে পরিষ্কারে সাহায্য করে। ফলে ধুলাবালি সারা ঘরে ছড়িয়ে পড়ে না। ভিনেগার ও পানি দিয়ে একটি স্প্রে তৈরি করে কাপড়ের উপর ছিটিয়ে নোংরা জায়গা পরিষ্কার করুন।
বাইরের জুতা ঘরে না আনা
বাইরের জুতা ঘরে আনলে ধুলাবালি বাড়ে। একটি গবেষণায় দেখা গেছে, ঘরের প্রায় ৮০% ধুলাবালি বাইরের জুতা থেকেই আসে। তাই জুতা বাইরে রাখার অভ্যাস গড়ে তুলুন।
দরজার বাইরে পুরু ডোরম্যাট রাখুন যা ময়লা ও ধূলিকণা ঘরে ঢুকতে বাধা দেবে।
এসি, কুলার ও হিটারের ফিল্টার পরিবর্তন করুন
এসি, কুলার বা হিটার সিস্টেমের ফিল্টার নিয়মিত পরিবর্তন করা জরুরি। অনেকেই এটি উপেক্ষা করেন। কিন্তু এতে ঘরের ধুলাবালি ৩০-৫০% পর্যন্ত কমানো সম্ভব।
দেয়াল ও উঁচু কোণ পরিষ্কার করুন
ঘর পরিষ্কার করার সময় অনেক জায়গা উপেক্ষা করা হয়, যেমন দেয়াল ও উঁচু কোণ। এসব স্থানে ধুলাবালি জমে থাকতে পারে। সেগুলো পরিষ্কার করতে একটি পরিষ্কার কাপড় ব্যবহার করুন। যা ঘরের সব জায়গায় ধুলো পরিষ্কার করতে সাহায্য করবে। এ ছাড়া পুরনো দিনের মতো কাঠ দিয়ে সোফা, সোফা কভারের মধ্যে জমে থাকা ধুলা পিটিয়ে বের করতে পারেন।
আরএ/টিএ